আমাদের কথা খুঁজে নিন

   

সাইক্লিং- থাইল্যান্ড-মালয়শিয়া-সিঙ্গাপুর

মাত্র দুই টাকা দিয়ে সাইকেল চালানো শিখেছি একা একা । এরপর আমার সাইকেল ট্যুর জীবন শুরু হয় "ঢাকা সাইক্লিং ক্লাবের" "সাধারন সম্পাদক" মাসুম ভাইয়ের হাত ধরে । প্রথমে ১৯৯৫ সাল থেকে ঢাকা সাইক্লিং ক্লাবের সাইকেল গুলোতে অংশগ্রহন করতাম । এরপর মাসুম ভাই কোরিয়া চলে যাওয়াতে কিছুটা বিরতিতে ছিলাম । ১৯৯৮ সালের শুরুতে মাসুম ভাই ফিরে আসাতে আবার শুরু হল "ঢাকা সাইক্লিং ক্লাবের " পথ চলা ।

আমিও সক্রিয় হলাম মাসুম ভাইয়ের সাথে । "সাইকেল র্যালি" আর " ক্রিকেট টুর্নামেন্ট " সাথে " বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে কুইজ কনটেষ্ট" করলাম । এরপর শুরু হল আমার স্বপ্নের সাইকেল যাত্রা । "টেকনাফ থেকে তেতঁলিয়া " সাইকেল ভ্রমণ । ১৯৯৮ সালের বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সাইক্লিষ্ট আজহারুল ইসলাম মাসুম, তৎকালীন জাতীয় চ্যাম্পিয়ন জাহিদ চৌধুরী সুমন আরেক জাতীয় সাইক্লিষ্ট নাসির উদ্দিন রতন এর সাথে যোগ দিলাম ১০৫০ কিমি সাইকেল চালানোতে ।

(পুরো পরে লিখবো । ) সাইকেল ট্যুর শেষ করার পর নানা কাজে ব্যস্ত হলাম । দীর্ঘ বিরতী পরতো আমার সাইকেল ট্যুরে । কিন্তু হঠাৎ ২০০০ সালের ফ্রেবুয়ারীতে কানাডা ফেরত " ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির " ইংরেজী বিভাগের শিক্ষক তৌহিদ -বিন - মুজাফ্ফর ভাই বলল চল সামনে হরতাল আছে চট্রগামে যাই সাইকেল চালিয়ে । তা্র আহবানে সাড়া দিলাম ।

দুইদিনে গেলাম চট্রগ্রাম । প্রথম দিন ফেনী ১৫৫ কিমি । এরপর ৯৩কিমি । এরপর ২০০৬ থেকে " ভ্রমণ বাংলাদেশের" হয়ে আয়োজন করলাম আরো কয়েকটি সাইকেল র্যালি । যেমন "বিজয় দিবসে" "ঢাকা থেকে স্মৃতিসৌধ হয়ে আশুলিয়া হয়ে ঢাকা" ।

এছাড়া ঢাকা কেরানীগঞ্জ -খোলামুড়া-আটি-বসিলা-মোহাম্মদপুর । শাহবাগ-উওরা-আশুলিয়া-বিরুলিয়া-মিরপুর-শাহবাগ । "বিশ্ব সাহিত্য কেন্দ্রের"-- " বাংলাদেশেকে জানো "- শীর্ষক সা্ইকেল চালানোর পুরো আয়োজনে ছিলাম ভ্রমণ বাংলাদেশের বন্ধুরা । সাইকেল চালালাম মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ,নারায়ণগঞ্জ,কুমিল্লা সহ পুরো উওরাঞ্চল । এরপর আবার স্বপ্ন যাত্রা ।

এবার মো: শরীফুল ইসলামের আহবানে তেতুঁলিয়া থেকে টেকনাফ । সে বলল সবাইতো টেকনাফ থেকে তেতুঁলিয়া করে । আসেন আমরা তেতুঁলিয়া- টেকনাফ করি । যাবার তেমন ইচ্ছা ছিল না । ভ্রমণ বাংলাদেশের বাকি বন্ধুদের ধাক্কায় গেলাম ।

মাত্র নয় দিনে টুটু ভাই, সাগর ভাই, সেনা ভাইয়ের সহ ভ্রমণ বাংলাদেশের সকল বন্ধুদের সহায়তায় শেষ করলাম সাইকেল ট্যুর টি । এরপর "ভ্রমণ বাংলাদেশে" ১০বৎসর পূতি উপলক্ষে সাড়ে বাইশ (২২.৩০) ঘন্টা ঢাকা থেকে চট্রগ্রাম গেলাম শরীফ আর মুজাক্কিরকে নিয়ে । বরিশাল থেকে খুলনা পর্যন্ত একটা সাইকেল ট্যুর অংশগ্রহন করলাম স্যার এডমন্ড হিলারীকে শ্রদ্ধা জানাতে । সিলেট-মৌলভীবাজার-ব্রাক্ষনবাড়িয়া-কুমিল্লা-ফেনী-চট্রগ্রাম-কক্সবাজার থেকে কক্সবাজার পর্যন্ত সাইকেল ট্যুরেও অংশগ্রহন করলাম । এছাড়া ঢাকা-দোহার, ঢাকা-নবাবগঞ্জ,ঢাকা-সোনারগাঁ, সহ আরো সাইকেল ট্যুরও করেছি ।

এবার একটু বিদেশ যেতে চাই । ইচ্ছা থাইল্যান্ড নেমে সাইকেল কিনবো । এরপর সেই সাইকেলে থাইল্যান্ড থেকে মালয়শিয়া । মালয়শিয়া কয়েকদিন থেকে সেখান থেকে সিঙ্গাপুর । সিঙ্গাপুর তিনদিন থেকে সেখান থেকে মালয়শিয়া তারপর ঢাকা ।

* কেউ কি ভিসা সংক্রান্ত ব্যাপারে কোন তথ্য দিতে পারবেন । * খাবার খরচ কি রকম হবে ? * পথে কোথায় থাকবো ? * অন্য যে কোন ধরনের কোন পরার্মশ । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.