আমাদের কথা খুঁজে নিন

   

সবুজে সাইক্লিং - ঢাকা -নবাবগজ্ঞ- ঢাকা

আমরা রবিবার ৩ তারিখ সকাল ৭ টায় শাহবাগস্থ চারুকলার ছবির হাট থেকে আমাদের সাইকেল চালানো শুরু করবো । পথে নাস্তা করবো । দুপুরে নবাবগজ্ঞে দুপুরের খাবার শেষ করবো । কিছুটা বিশ্রাম নিয়ে আমরা ঢাকাতে ফেরত আসবো । রেজিট্রেশনের শেষ তারিখ-২ শে জুলাই ২০১১ রেজিষ্ট্রেশন ফি-৩৫০/=টাকা সদস্য ছাড়- ৫০/=টাকা ভ্রমণ বাংলাদেশ -০১১৯-৮১৮২-৮৮৮, ০১৯১১-৯৭২০৭৯, রবিউল হাসান খান মনা -০১৭১১-২৭৭২৫০,০১৬১১-২৭৭২৫০, & ফেইসবুক- Click This Link কি কি নিতে হবে- Thinks to Carry ১) সাইকেল Cycle + ব্যাগ- Bag ২) গামছা- Gamsa ৩) ছাতা- Umbrella ৪) রেইন কোর্ট- Raincoat ৫) পানির বোতল- Water Bottle ৬) পলিথিন (Polythene) ৭) সানক্যাপ (Cap) ৮) সানগ্লাস (Sunglasses ) ৯) সানব্লক ( Sun block) ১০) টিস্যু (Tissue/Toilet Paper ) ১১) ব্যক্তিগত ঔষধ (Personal Emergency Medicine ) ১২) ক্যামেরা+ব্যাটারী+চার্জার (Camera + Films + Battery + Mamore Card + Charger ) ভ্রমণ বাংলাদেশ পরিবারের সাথে ভ্রমণ করতে হলে যে যে নিয়ম মানতে হবে ।

১. সর্ব অবস্থায় দলনেতার কথা মানতে হবে । ভ্রমণ বাংলাদেশ যেহেতু কোন বানিজ্যিক প্রতিষ্ঠান নয় তাই সকল ভ্রমণে সব কাজে সকল বন্ধুকে সহযোগীতা করতে হবে ২. ভ্রমণ বাংলাদেশ সকল ধর্মের প্রতি সমান সন্মান প্রর্দশন করে । তাই ধর্মীয় আলোচনা করার ক্ষেত্রে সকল বিষয়ে লক্ষ্য রাখতে হবে । ৩. ভ্রমণ বাংলাদেশ একটি পরিবার তাই বড়দের সন্মান ও ছোটদের স্নেহ করে চলতে হবে । ৪. স্বাস্থ্যর জন্য ক্ষতিকর কোন কিছু ভ্রমণ বাংলাদেশের ট্যুরে গ্রহন করা থেকে বিরত থাকতে হবে ।

৫. ভ্রমণ বাংলাদেশ এর ট্যুরে কোন প্রকার রাজনৈতিক আলোচনা করা যাবে না । তবে দেশের প্রয়োজনীয় সমাধান মূলক কোন পরার্মশ আলোচনা করা যাবে । ৬. যে কোন প্রয়োজন আয়োজকদেরকে জানাতে হবে । ৭. পরিবেশের জন্য ক্ষতিকর কোন কিছু করা যাবে না । ৮. স্থানীয়দের সাথে সুসর্ম্পক তৈরি করতে হবে ।

৯. ট্যুরের জন্য কোন প্রয়োজনীয় জিনিস প্রয়োজন হলে আগে থেকে জানাতে হবে । ১০ ট্যুরের সকল তথ্য আয়োজকদের সাথে কথা বলে ভালভাবে জেনে নিতে হবে । ১১. সময়মত সকল কাজ করতে হবে । যাত্রা শুরুর সময় কোন প্রকার দেরি করা যাবে না। ১২. নিয়মিত শারীরিক অনুশীলন করে শরীরকে সুস্থ্য রাখতে হবে ।

শারীরিক সুস্থ্যতার জন্য যে কোন প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা হবে । ১৩. কোন ট্যুরেই নতুন জুতা/স্যান্ডেল পরা যাবে না । ১৪. অনুমতি ছাড়া কারো কোন ছবি প্রকাশ করা যাবে না । ১৫. সকল প্রয়োজন একটি পরিবারের অংশ হিসেবে আন্তরিকতার সাথে মেটানোর চেষ্টা করতে হবে । ১৬. দল নির্বাচনের ক্ষেত্রে ভ্রমণ বাংলাদেশ এর সিদ্ধান্ত চূড়াঁন্ত হবে ।

১৭. ব্যক্তিগত ঔষধ নিজ দায়িত্বে রাখতে হবে । যে কোন ধরনের অসুখ থাকলে দল নেতাকে অবহিত করতে হবে । বি:দ্র: কোন কিছু প্রয়োজন হলে আগে থেকে জানাতে হবে । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.