আমাদের কথা খুঁজে নিন

   

আমার নাস্তিকতা

আমাদের চিন্তাই আমাদের সংজ্ঞায়িত করে সৃষ্টির পেছনের কথাঃ নাস্তিকতা নাকি আস্তিকতা ? ১ম দিন ধুম করে সিদ্ধান্ত নিলামঃ নাস্তিক হয়ে যাব। না , আসলে ঠিক ধুম করে নয় ; বেশ কিছু দিন ধরেই মনের মধ্যে খুচখুচানি হচ্ছিল। এক মুসলমান পরিবারে আমার জন্ম । আব্বু আম্মুকে ছোটবেলা থেকেই নিওমিত নামায পড়তে দেখেছি । বলা যায় বংশগত ভাবেই মুসলমান হয়ে উঠেছি।

বাচ্চা যেভাবে বাবা মার কাছে হাত ধরে হাটতে শেখে সেই ভাবে । কিন্তু অনেক দিন ধরেই মনে হচ্ছে জিনিশ টা ঠিক হয় নি । কেন ঠিক হয় নি ? কারন টা খুবই সোজা : হাটতে গিয়ে আমি আব্বু আম্মুর হাত ধরেছি ঠিকই কিন্তু হাটতে শিখেছি নিজেইঃ “চেষ্টা কর, একটু একটু করে পারবে “। মুসলিম হবার বেলায় ব্যাপারটা এমন যে , “ধরে নাও তুমি হাঁটতে পারো ; এত পরিক্ষা-নিরিক্ষা করার কিছু নাই । “ ফলে ধর্ম আমার মুসলিম ঠিকই কিন্তু মুসলমান হই নি ।

নাস্তিক রা যখন গলা উঁচিয়ে চোখ রাঙ্গিয়ে কথা বলে তখন ভাবিঃ আচ্ছা জিনিশ গুলা কি আমার আরো আগে ভাবা উচিত ছিলো না ? কেন ভাবি নাই ? কারন (আমি সহ) আমাদের অনেকেরই জিনিশ টা নিয়ে কিছু ভয় আছে । সহজে কেউ জিনিশ গুলা ঘাঁটাতে চায় না । কেউ কেউ আবার মনে করে ধর্ম হল অন্ধ বিশ্বাস । আমাদের মধ্যে এমন মানুশ কয় জন যে অনেক গুলা ধর্ম দেখে শুনে বাছাই করে সত্যিটাই গ্রহন করেছে ? আর তাই আমরা আমাদের ধর্ম সম্পর্কে অনেক সময় না জেনেই তা ধরে বসে থাকি । একদিন কার যেন note এ পরেছিলামঃ ইসলাম এর অন্যতম উৎস এখন common sense ! জি হ্যাঁ ! যেমনঃ আমার মনে হয় এইটা ঠিক না/ আমার মতে এইটা নাই ধর্মে / modern islam (!!!)এ এটা ঠিক না /এরকম জিনিশ থাকা তো ঠিক না / আমার মতে এটা আসলে এই রকম ... আবার কেউ কেউ নিজের মত করে জিনিশ গুলো সাজিয়ে নেয়/ধরে নেয়/ ব্যাখ্যা দেয় এবং এক সময় নিজেই আর মেলাতে পারে না ।

যেমনঃ হিজাব (মনের পর্দাই আসল পর্দা ) , প্রেম(প্রেম শাশ্বত , এটা কোন নিয়ম মানে না) , বিয়ে (আরে কাবিন আবার কি? বিয়ে তো করলাম অই দিন , আমার ২ ফ্রেন্ড ছিলো phone conference এ ) ... অনেকেরই আবার এসব নিয়া চিন্তা নাই , চিন্তা করার ইচ্ছাও নাই । দরকার কি বাপু এত ভাবার ?যেভাবে দিন যায় যাক তো ! ফাউ প্যাঁচাল বাদ দে তো !!! আবার অনেক কেই দেখা যায় ফ্যাশন হিসেবে নাস্তিকতা গ্রহন করে , মজা পায় । উপরোক্ত উপায়ে চললে অনেক সুবিধা আছেঃ নিজের ইচ্ছা মত চলা যায়। কোন নিয়ম নাই খালি মজা আর মজা। Tension-free life: “দুনিয়াটা মস্ত বড় খাও দাও ফুর্তি কর \m/ \m/” Its my life its now or never… কিন্তু হায় !আমি যে এরকম উদাসিন ভাবে চলতে পারি না ।

আমার যে পোড়া কপাল ! এই পোড়া কপালের পোড়ো বাড়িতে থাকে বিবেক নামে এক কেউটে সাপঃ সারাদিন ছোবল দিতেই থাকে ; এমনি জিনিশ যে শান্তি পাওয়া দায় । নাহ , এত অশান্তি নিয়ে আর থাকা যায় না । অনেক কষ্ট দিচ্ছে ; এবার সত্যের ডাণ্ডা দিয়ে ঠাণ্ডা করতে হবে । সত্য সত্যই , যেভাবেই দেখা হক তা , চোখে ধরা দেবেই । Method of contradiction (যারা জানেন না , ধরা যাক প্রমান করতে হবে statement A সত্যিঃ তো, শুরুতে ধরে নেই তা মিথ্যা ।

এখন যদি দেখা যায় এর ফলে illogical কিছু পাওয়া যায় তাইলে অবশ্যই তা সত্য) গনিতের এক পরিচিত ও মজার অস্ত্র। হুম । এটাই ব্যবহার করি না কেন ? মনে করি , সৃষ্টিকর্তা বলে কিছু নেই ............ ধরা যাক………….. আমি নাস্তিক ২য় দিন হুম । নাস্তিক হয়েই গেলাম । আরে ! দুনিয়া টা তো অন্য রকম লাগছে ।

কোন নিয়ম নাই । মনে যেইটা ইচ্ছা হয় সেটাই নিয়ম । কারো কাছে হিসাব দিবার কিছু নাই । বাহ ! সাধু সাধু ! মজাই মজা ! আরে আরে ! কি আপদ ! বিবেক টা দেখি বড্ড জ্বালাচ্ছে । কি বলে জানেন ? বিবেকঃ তুই কি? জানিস ? আরে তুই হচ্ছিস একটা মহা বেকুব ।

আমিঃ চুপ বেয়াদব । বেকুব মানে ? নাস্তিক হইলেই বেকুব হয়; না ? বঃ কি কথা ছিল ? সত্য খুজে বের করবি । তুই তো দেখি রীতিমত পালিয়ে বেরাচ্ছিস ! তুই ছাগল না তুই চোর । আঃ সাবধান ! চোর মানে ? আমি কারো খাই না পড়ি ? আমি সত্যই খুজে পেয়েছি । আরে ধর্ম জিনিশ টা একটা সংস্কার ।

আদি কাল থেকেই ছিলো । মানুষ গল্প যে দিন থেকে বলা শুরু করছে অই দিন থেকেই এর উদ্ভব । এটা এক ধরনের কুসংস্কার । বুঝলি ? বঃ বাহ ! দারুন তো । আরে modern so called মুসলমান গুলা যেমন common sense দিয়া উত্তর দেয় তুই ও দেখি তাই করতেসিস ।

তাইলে আর নাস্তিক হইয়া কি ঘাস খাইলি ? আঃ তুই কি বলতে চাস ? আমি ধাপ্পা দিতেছি ? বঃ অবশ্যই । ধুম একটা জিনিশ বইলা দিলি ফট করে কোন প্রমান ছাড়া । আঃ আচ্ছা ঠিক আছে । তুই জবাব দে দেখি ; তোর কথা শুনি বঃআমি বলবো না । তুই আমাকে বল , মানুষ কিভাবে আসলো রে ? আঃ আরে বেকুব ।

এইটা তো নাদান বাচ্চাও জানে রে Evolution থেকে । Natural process এ । survival of the fittest . নাইলে আর কেম্নে আসবে ? জান্নাত থেকে লাফ দিয়া পরছে আদম ? বঃ evolution . তাই না? তাহলে বল …মানুষের আবির্ভাব খুব বেশি না , হয় তো ১০০০০ বছর হয়েছে মানব সভ্যতা । এর মধ্যেই মানুষ প্রায় পুরো মহা বিশ্বের অনেক কিছু জেনে ফেলেছে । চাদে যাচ্ছে , মঙ্গলে যাচ্ছে ।

আর তার সব থেকে কাছের আত্মীয় শিম্পাঞ্জি এখনো আগুন জ্বালাইতে পারে না কেন ? Physiological Evolution দুনিয়ার সব প্রানির মধ্যেই থাকলেও Mental Evolution নাই কেন ? মানুষের বুদ্ধিমত্তার কাছে অন্য প্রানি কিছুই না । এত পার্থক্য Naturally হয় কিভাবে রে ? এখনো মানুষ তাদের দিয়ে সংখ্যা চিনাইতে পারে নাই । এখনো তাদের Evolution হচ্ছে না কেন? আঃ দাঁড়া ভেবে দেখি আগে .. বিঃ ভাব । ভেবে দেখ , পৃথিবীতে মানুষ না থাকলে কি হইতো ? দেখ অনন্য সব কিছু কিন্তু তাইলে মিলে যায় । মানুষ বাদে বাকি সব প্রাণীর IQ কিন্তু কাছাকাছি ।

তারা ভালই ভারসাম্মে থাকতো । মানুষ দেখ গত ২০০ বছরে দুনিয়াটার অবস্থা কি করছে । মানুষই একমাত্র প্রাণী যে তার জ্ঞান কে মস্তিস্কের বাইরেও সংরক্ষন করতে পারে (বই লিখে) মানুষের একমাত্র Opposable thumb আছে । মানুষের ব্রেন 1500CC যেখানে তার কাছের প্রাণীর ব্রেন 800CC মানুষের DNA তে এত Huge amount of Information আসলো কিভাবে ? আঃ দেখ আন্দাজে বললেই তো হবে না । Study করে দেখতে হবে ।

Proof দেখতে হবে। আর তুই এত কিছু বলতেসিস তোর Reference কই ? আমি তো জানি বিজ্ঞানীরা প্রমান করছে মানুষ Evolution থেকেই আসছে । ডারউইনের থিওরি (Origin for species: Darwin’s Evolution theory)তাই তো বলে। কিভাবে Life সৃষ্টি হইছে সেইটা পর্যন্ত বের করে ফেলছে আর এক্ষনে তুই কি সব হাব-জাব বলতেসিস ? বঃহেহে !তুই কিন্তু ঠিকই কোন Proof /Reference /Study ছাড়াই বললি ধর্ম গল্প থেকে আসছে ; একটা কুসংস্কার । আচ্ছা যাক ।

তুই যে আস্ত বেকুব তা বুঝতেসিস ? কিছুই না জেনে যে পক পক করতেছিস ? Evolution Theory আর Creation of Life নিয়া দুনিয়ায় কি হচ্ছে তা জানিস ? Intelligent Design এর নাম শুনছিস ? Creationist কারা জানিস ? সারাদিন তো খালি মজায় থাকিস আর ভাবিস সব কিছুই জানিস । আমি Source দিচ্ছি । ভাল করে দেখঃ Rapid acceleration in human evolution: Click This Link Expelled no intelligence allowed: part 4 http://www.youtube.com/watch?v=TZsND1RIoAQ Expelled no intelligence allowed: part 5 http://www.youtube.com/watch?v=r3eqka4Q4jU Please Watch as a whole for better understanding : (Part 1 ~ Part 10) Intelligent Design : Click This Link http://www.intelligentdesign.org/science.php Not by chance: From bacterial propulsion systems to human DNA : http://www.discovery.org/a/3059 Are Human Brain Unique? Click This Link Look at this article below and check the point: Why has consciousness evolved? Click This Link Darwinism Refuted - Download Page: Click This Link Click This Link ---------------------------------------------------------------------------- বিশ্বাস কখনোই প্রমাণ সাপেক্ষ নয়। কিন্তু এটা আস্তিক এবং নাস্তিক উভয়ের ক্ষেত্রেই খাটে । সৃষ্টিকর্তা আছেন কি না সেইটা আমার পক্ষে শক্তভাবে প্রমান করা সম্ভব না ; কার পক্ষেই না ।

কারন তাইলে আর বিশ্বাস করার তো দরকার নাই... । আবার আমি যেমন God আছে দেখাতে পারবো না নাস্তিক রাও God নাই দেখাতে পারবে না , তাই নয় কি ? কিন্তু আমি কিছু বিষয়ের কথা বলতে চাইসি যেই গুলা আমাদের মনে প্রস্ন তোলে । মনে করেন একটা নাদান বাচ্চা রে কম্পিউটার এর সামনে বসানো হইলো কি কীবোর্ড সে আন্দাজে টিপাটিপি করতেছে । দেখা গেলো সে রোমিও অ্যান্ড জুলিয়েট হুবহু লিখে ফেলছে। Theoretically সব গুলা button ঠিক ভাবে press করলে 'By-chance'(Probability আপনিই হিসাব করুন) এটা সম্ভব ।

কিন্তু আপনি কি বিশ্বাস করবেন ?? আমি কিছুই প্রমান করতে চাই না বরং জিনিশ গুলা নিয়া সবাইকে (আস্তিক + নাস্তিক) ভাবাইতে চাই (চলবে ইনশাল্লাহ) to be continued ... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।