আমাদের কথা খুঁজে নিন

   

সাবিনা ইয়াসমিনের কাছে খোলা চিঠি...

এ এক আশ্চর্য সময়... যখন আশ্চর্য বলে কিছু নেই... সাবিনা ইয়াসমিনের কাছে খোলা চিঠি... সাবিনা আপা, পত্রের শুরুতে আমার শুভেচ্ছা নিয়েন। আশা করি ভাল আছেন। আজ খুব কষ্ট নিয়ে আপনাকে লিখতে বসলাম। বাংলাদেশের যে অল্প কয়টা বিষয় নিয়ে গর্ব করার আছে তার মধ্যে অন্যতম হচ্ছে দেশের গান। এমন আবেগতাড়িত, এমন ছুঁয়ে যাওয়া, এমন উদ্দীপক, এমন সুরলালিত্যে ভরা দেশের গান খুব কম দেশেই আছে।

আর বাংলাদেশের এই দেশাত্ববোধক গানের আকাশে আপনার মত নক্ষত্র আর কেউ নেই। আমাদের অসম্ভব প্রিয় সেই গানগুলোর বেশির ভাগই আপনার গাওয়া। এখনও প্রায় প্রতিটি অনুষ্ঠানে সেই গানগুলি গাওয়া হয়ে থাকে। যদিও গানগুলি আমাদের সবারই জানা তবু আরেকবার মনে করিয়ে দেই... ■ আমাদের পতাকা আমাদের মান■ আবার এসেছে অমর একুশে■ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ■ একটি বাংলাদেশ তুমি■ একতারা লাগেনা আমার■ একদিন ঘুম ভেঙে দেখি■ ও আমার এই বাংলা ভাষা■ ও আমার আট কোটি ফুল■ ও আমার বাংলা মা তোর■ ও মাঝি নাও ছাইড়া দে ■ ও রূপসা নদীর মাঝি■ ওই যে নদী যায় রে বইয়া■ ওকে আর করলো না কেউ■ জন্ম আমার ধন্য হলো■ দেখেছি তোমায় দূর নীলিমায়■ ঠিক যেখানে চলতে গেলে■ মাগো আর তোমাকে ■ মাগো আর নয় চুপি চুপি আসা■ যদি মরণের পরে কেউ প্রশ্ন করে■ শুধু বছর পেরিয়ে ■ সব ক’টা জানালা খুলে দাও না■ সেই রেল লাইনের ধারে■ সুন্দর সুবর্ণ তারুণ্য লাবন্য ■ হাজার বছর পরে এদেশের কিন্তু খুব কষ্ট পেয়েছি যখন দেখলাম যে ২০১৩ এই নতুন গনজাগরনে, এই নতুন দেশপ্রেমের বিপ্লবে একটিবারও আপনি এলেন না। একটিবারও আপনি কণ্ঠ মেলালেন না।

এমনকি আপনার কিংবদন্তি গান "সব কটা জানালা"র সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল এর ভাইকে যখন হত্যা করা হল তখনও আপনি নিরব। অথচ আপনার চূড়ান্ত অসুস্থতার সময়ে এই জাতি আপনার জন্য এগিয়ে এসেছিল তার সবটুকু ভালবাসা নিয়ে। এমন কি আপনার স্বামী কবির সুমনও এই আন্দোলনের সাথে একাত্ম ছিলেন...গানও লিখেছেন। তবে কি এই দেশের জন্য, এই প্রজন্মের জন্য আপনার আর কিছু দেবার নেই? আর কিছু বলবার নেই? ইতি আপনার বেশ কিছু গানের ভক্ত... ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.