আমাদের কথা খুঁজে নিন

   

সন্ধ্যার ছায়া নামেঃ সাবিনা ইয়াসমিনের একগুচ্ছ গান

জীবন ,সে তো পদ্ম পাতায় শিশির বিন্দু" এদেশের সঙ্গীতাঙ্গনে অত্যন্ত প্রিয় একটি নাম সাবিনা ইয়াসমিন। চল্লিশ বছরেরও বেশী সময় ধরে গানের ভূবনে বিচরন করে ক্লান্তিহীনভাবে যিনি গেয়ে চলেছেন একের পর এক গান। যতদুর জানি ১৯৬৭ সালে "আগুন নিয়ে খেলা" ছবিতে "মধু জ্যোৎস্নার দিপালী" গানটা দিয়ে ফিল্মে প্লে-ব্যাক জীবন শুরু হয়। (সম্ভবতঃ একই ছবিতে প্রয়াত মাহমুদুন্নবীর সঙ্গে "একটি পাখি দুপুর রোদে সঙ্গীবিহীন একা"শিরোনামের আরেকটি চমৎকার ডুয়েট গানও ছিল। ) এই দীর্ঘ পথ পরিক্রমায় এ পর্য্যন্ত কত হাজার গান উনি গেয়েছেন তার সঠিক হিসেব হয়ত সাবিনা নিজেও দিতে পারবেন না, তবে সংখ্যাটা যে ১০ হাজারেরও বেশী,সেটা নির্দ্বিধায় বলে দেয়া যায়।

ধারনা করি, বাংলা ভাষায় এত গানে কন্ঠ দেয়ার মত দ্বিতীয় কোন শিল্পী বোধ হয় খোজে পাওয়া যাবেনা। সেটা বাংলাদেশেই হোক, আর পশ্চিম বঙ্গেই হোক। অর্থাৎ, সর্বাধিক সংখ্যক বাংলা গানের শিল্পী নির্বাচনে সাবিনার নামই সবার শীর্ষে। সামগ্রিকভাবে এখানে হয়ত সাবিনার বেশীরভাগ গানের গুনগত মান নিয়ে প্রশ্ন উঠতে পারে। তবে ফিল্মের গান যেহেতু সিনেমার সিকোয়েন্স অনুযায়ী লেখা ফরমায়েসী গান,এবং এসমস্ত গানে কন্ঠ দিতে নিজের পছন্দ বা চাওয়া-পাওয়াটা গৌন হয়ে দাড়ায়,সেখানে হাজার হাজার গানের ভীড়ে স্হূল হালকা চটুল কথার আধিক্য থাকাটাই স্বাভাবিক।

তারপরেও বলব,অন্যান্য সমস্ত প্লে-ব্যাক সিঙ্গারদের চেয়ে সাবিনার ভাল গানের তালিকাটা অনেক দীর্ঘ। যাইহোক,বরেন্য এই শিল্পীর অসংখ্য গানই শোনার সৌভাগ্য আমার হয়েছে এবং অনেক বছর ধরে বিভিন্ন ধরনের বাংলা গান সংগ্রহ করার একটা অদম্য নেশা থাকায় সাবিনার প্রচুর গান সংগ্রহও করেছি। সেখান থেকে শুধুমাত্র আশির দশকে গাওয়া কিছু ভাল গান নির্বাচন করে আপলোড করলাম। কারও ভাল লাগলে এখান থেকে নামাতে পারেন। প্রসঙ্গতঃ বলে রাখি, সবগুলো গানই অরিজিন্যাল রেকর্ডিং এবং এর অনেকগুলোই তখনকার দিনে রেডিও থেকে রেকর্ড করে রাখা যা কোন রেকর্ড বা ক্যাসেটে বের হয়নি ।

ফুল যদি ঝরে গিয়ে (আনারকলি) কি করে বলিব আমি (সুন্দরী) জন্ম থেকে জ্বলছি মাগো (জঃ থেঃ জ্বলছি) দুঃখ ভালবেসে প্রেমের খেলা( জঃ থেঃ জ্বলছি) যদি গো তার দেখা (বড় বাড়ীর মেয়ে) তুমি যদি সুখী হও (বড় বাড়ীর মেয়ে) জনম জনম ধরে প্রেম প্রিয়াসী (দেবদাস) আহা চোখের লজ্জা (চন্দ্রনাথ) আমার সকল চাওয়া (বিরাজ বউ) ডাকে বারেবারে কে আমারে (শিরী ফরহাদ) মনটা ছিল পথে পড়ে (চিৎকার) সন্ধ্যার ছায়া নামে (পুত্রবধু) জীবন মানে যন্ত্রনা ( এখনই সময়) বুকেরই ভিতরে রাখিব তোমারে (আমানত) শত জনমের স্বপ্ন (রাজলক্ষী শ্রীকান্ত) গাগরি বরনে যাবনা (রাজলক্ষী শ্রীকান্ত) এ সুখের নেই কোন সীমানা (স্বামী স্ত্রী) তোমারই পরশে জীবন (অংশীদার) আশায় আশায় দিন কেটে যায় তুমি আমার জীবন আমাকে দেখো না ( মিস লংকা) তুমি যে আমার ভালবাসা (বিসর্জন) এই দিন চিরদিন (স্ত্রী ) আমি রজনীগন্ধা ফুলের মত ( রজনীগন্ধা) এই মন তোমাকে দিলাম ( মানসী) কত যে ফাগুন গেছে (চেনামুখ) আমার মনের ভিতর অনেক (প্রেমিক) মন আমার ছোট্ট তরী (গাংচিল) আমি আছি থাকবো (সুন্দরী) তুমি কি এখন আমার কথা (জীবন নৌকা) কারও আপন হইতে ( প্রেম নগর) ও মাধবী গো , থাকো মোর অন্তরে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।