আমাদের কথা খুঁজে নিন

   

একটি শয়তানি পরামর্শ : অবিলম্বে ব্লগ বন্ধ করা হউক

অবিলম্বে ব্লগ বন্ধ করা হউক। ব্লগাররা বহুত খতরনাক পাবলিক। তাহারা তিউনিশিয়ার স্বৈরশাসক বেন আলীর সর্বনাশ করিয়া ছাড়িল। ঘটনা এ পর্যন্ত থাকিলেই বলার তেমন কিছু ছিল না। তাহারা মিশরের হাজার বছরের স্বৈরশাসকের ভিত্তিভূমি বালির বাধের মত ধ্বসিয়ে দিলে।

এমনকি আরেক স্বৈরশাসক গাদ্দাফীর করুন পরিনতিও দেখলো বিশ্ব। এখন কাপিতেছে সিরিয়ার স্বৈরশাসকের তখত তাউস। এসকলই খতরনাক ব্লগারদের কারসাজির ফলাফল বলিয়া মনে করেন অনেকে। এদেশেও কখন কি ঘটিয়ে ফেলে তা কী করিয়া বলা যায়। এসব নিয়ে আমি প্রতিনিয়তই আশঙ্কার মধ্যে দিনাতিপাত করিতেছি।

তাই আমি ব্লগ বন্ধ করিবার সুপারিশ করিতেছি। তাহা হইলেই আমি আরামে একটু ঘুমাইতে পারিব। রাজনৈতিক দলগুলো যখন জনগণের আশা আকাঙ্খা ধারণ করতে অসমর্থ হয়। তাহাদের কথা বলিবার যখন আর কোনো ব্যক্তি বা গ্রুপ বা সংগঠন কার্যকরভাবে এগিয়ে আসে না। না সংবাদপত্র, না বুদ্ধিজীবী, না টকশো’র রাজনৈতিক বিশ্লেষকগণ।

তখন ব্লগাররা মুক্তভাবে যাহা চিন্তা করে তাহা অনিবার্য ভাবে জনগণের পক্ষেই যায়। জনগণের পক্ষে যাওয়া ভাবনা এবং অবস্থানই হল বিপদের কারণ। এতে গণতন্ত্র রক্ষা পায় বটে, কিন্তু অন্যয্য তখত রক্ষা পায় না। ব্লগারদের বিরুদ্ধে কথা বলিতে গিয়া বাংলাদেশে ইদানিং ধর্ম ও স্বাধীনতাকে পরস্পরের বিপরীতার্থক প্রত্যয় বলিয়া জাহির করিবার প্রয়াশ চলিতেছে। এ প্রবণতা নতুন নহে।

এ কাজে একটি নিদিষ্টমহলের উৎসাহের কমতি নাই। তাহারা ৭১’ এ একই কাজ করিয়াছিল। দেশ স্বাধীন হইলে ধর্ম টিকিবে না বলিয়া তারস্বরে চিৎকার করিতেছিল। জনতা সেই মুখে থুথু দিয়া ঠিকই শত্রুর হাত হইতে দেশমাতৃকাকে মুক্ত করিয়া ছড়িল। জনতা প্রমান করিল ধর্ম এবং স্বাধীনতা পরস্পরের বিপরীতার্থক নহে।

স্বাধীনতা হইল তাহাদের রাষ্ট্রিক ও জাতিগত পরিচয়ের ব্যাপার আর ধর্ম হইল নিজেদের বিশ্বাস ও চর্চার ব্যাপার। এখনও পুরানো বয়ান বারংবার উচ্চারণ করিতে করিতে মুখে ফেনা তুলিয়া ফেলিতেছে সেই নিদিষ্ট মহল। আমাদের আশঙ্কা জনগণ এবারো তাহাদের মুখে একই বস্তু নিক্ষেপ করিবে। কথা আরো রহিয়াছে। শুধু স্বাধীনতা বিরোধীরাই নহে।

অন্যয্য তখত্ আকড়াইয়া থাকিবার খায়েশ যাহাদের রহিয়াছে, তাহারাও আমার মতন ব্লগ বন্ধ করিতে চাহেন। নানা কায়দায় ব্লগারদের বিরুদ্ধে বিষদাগার সৃষ্টি ও তাদের মুক্তচিন্তার লাগাম টানিয়া ধরা ছাড়াও নানা বিধি নিষেধ আরোপ করিবার পাযতারা করিতে চাহেন। আমি ব্লগার ভাইদের এব্যাপারে অসচেতন থকিবার পরামর্শ দিতেছি। ব্লগারদের সমাজে ভিলেন হিসেবে চিহ্নিত করিতে পারিলে প্রকৃত ভিলেন আড়ালে চলিয়া যায়। তাহা হইলে আমার কার্য করিতে আর কোনো বাধা থাকিবে না।

আমি এজন্য অবিলম্বে ব্লগ বন্ধ করিবার সুপারিশ করিতেছি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.