আমাদের কথা খুঁজে নিন

   

মনোযোগ বাড়ায় চুইংগাম

বাংলা ভাষােক ভালবািস চুইংগামের বহু উপকারের কথা আমরা এত দিন শুনে এসেছি। বলা হয়, এ বস্তু চিবালে উদ্বেগ-চাপ কমে, চোখের কাজ সহজ হয়। এবার বিজ্ঞানীরা জানাচ্ছেন, দীর্ঘক্ষণ মনোযোগ দিয়ে করতে হয় এমন কাজেও সহায়ক ভূমিকা পালন করে চুইংগাম। অর্থাৎ চুইংগাম মনোযোগ বাড়ায়। ব্রিটেনের কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের গবেষক কেইট মর্গান ও তাঁর সহকর্মীরা চুইংগামের সম্ভাব্য উপকারিতা জানতে অডিও মেমরি টাস্কের ওপর কাজ করেন।

এ বিষয়ে একটি প্রতিবেদন ব্রিটিশ সাময়িকী ‘সাইকোলজি’তে প্রকাশিত হয়েছে। মর্গান বলেন, ‘আগের গবেষণা থেকে এ বিষয়টি স্পষ্ট জানা যায়, চুইংগাম মানুষের বোধের বেশ কয়েকটি অংশকে প্রভাবিত করে। গবেষণায় আমরা অডিও টাস্কের ওপর জোর দিয়েছি। এতে স্বল্প সময়ের জন্য স্মরণশক্তির ওপর অনেক বেশি চাপ পড়ে। চুইংগাম মনোযোগের মাত্রা বাড়াতে পারে কি না, তা দেখতে চাইছিলাম আমরা।

বিশেষ করে কাজের শেষ ভাগে। ’ গবেষণায় ৩৮ জনের একটি দলকে দুই ভাগে ভাগ করা হয়। দল দুটিকে আধা ঘণ্টার একটি অডিও টাস্ক দেওয়া হয়। এতে বেজোড় সংখ্যাসহ একটি তালিকাও ছিল। পরীক্ষায় দেখা হয়, অংশগ্রহণকারীরা কতটা নির্ভুলভাবে এবং দ্রুত অডিওতে শোনা বিষয়গুলো বুঝতে পারে।

এর ওপর ভিত্তি করেই তাদের নম্বর দেওয়া হয়। কাজ শুরু করার আগে এবং শেষ করার পর তাদের অনুভূতি নিয়েও প্রশ্ন করা হয়। ফলাফলে দেখা যায়, যারা চুইংগাম চিবাতে চিবাতে কাজ করেছে তাদের কাজ অন্যদের তুলনায় অনেক দ্রুত ও নির্ভুল হয়েছে। বিশেষ করে কাজের শেষ ভাগে। মর্গান বলেন, ‘শুরুর দিকে যারা চুইংগাম মুখে দেয়নি তারা শুরুর দিকে দ্রুত কাজ করছিল।

তবে কাজের শেষ ভাগে সময় ও যথার্থতা দুই ক্ষেত্রেই এগিয়ে যায় চুইংগাম মুখে নিয়ে কাজ শুরু করা পক্ষ। ’ সূত্র : দ্য হিন্দুস্তান টাইমস। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.