আমাদের কথা খুঁজে নিন

   

শুন্য

পথ শেষ কোথায় কি আছে শেষে পথের .. বুঝি তৃষ্ণার শেষ নেই নেই মনে ভয় লাগে সেই .. কেন আনো ফুলোডোর আজি বিদায়ও বেলা মোছো মোছো আঁখিলোর যোগী ভাঙ্গিলো মেলা কেন মেঘেরো স্বপন আনো মরূরও চোখে ভুলে দিও না কুসুম যারে দিয়েছো হেলা যবে শুকালো কানন এলে বিঁধুর পাখি লয়ে কাঁটা ভরা প্রান একি নিঠুরও খেলা যদি আকাশ কুসুম পেলি চকিতে কবি চলো চলো মুসাফির ডাকে পারেরও বেলা আছে বাহুরও বাঁধন তব শয়ন সাথি আমি এসেছি একা আমি চলি একেলা কেন আনো ফুলোডোর আজি বিদায়ও বেলা মোছো মোছো আঁখিলোর যোগী ভাঙ্গিলো মে

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।