আমাদের কথা খুঁজে নিন

   

কবিতা নাকি লিরিক???? যেটাই হোক..হাহ্‌! হাস্যকর!!!

একদা মাথায় ক্যারা উঠেছিল লিরিক লিখার.... আর যাবে কই...নগদে শুরু হয়ে গেলো লিরিক লেখা...অতঃপর... কিছুদিনের মধ্যে আমিও বুঝে গেলুম.... এটাও আমাকে দিয়ে হবে নাহ্‌। উফ্‌..আমি পুরাই একটা ইয়ে.....। আর আজকালকার দিনে লিরিক যখন কোনো কাজে আসে না তখন তা হয়ে যায় কবিতা..যাই হোক...গতরাতে কেমনে জানি আমার কবিতার (!) খাতাটি খুঁজে পেলুম...। তাই আপনাদের মতামতের জন্য এখানে দিলুম...। আরো একটা কথা..দয়া করে পরে আবার কবিতাগুলো আপনার লিখা বলে চালিয়ে দিয়েন না।

একজন এরকম করেছে বলেই বলছি। এটা মোটেও ভালো কুনো কাজ না। প্রথম যে কবিতাটি লিখেছিলাম সেটি বিদেশী ভাষায় লিখেছিলাম। কারণ বাংলাতে লিখার সাহস ছিল না। (আমার মাঝে মাঝে মনে হয় মুক্তিযুদ্ধে আমরা অনেক সাহস দেখিয়েছি বলে এখন আমাদের সাহস কমে গেছে...আমরা পিছিয়ে যেতে পছন্দ করি কিনা..) NAME: The other side of you is me and u see dark everywhere feeling lost,feeling helpless, u thought u xant find anyone, any one who can help u, and arn't feeling right, ... u r in deep confution u dnt know what to do... SO LET THE LOVE COME 2 UR WAY 'CAUSE THE DAY IS KNOCKING THE DOOR THE LIGHT IS WAITING FOR U, DNT B SCEARED, IF U EVEN FALL,I'LL B THERE 2 CATCH U just try 2 understand try 2 take my hand i'll hear u,i'll sing for u SO LET THE LOVE COME 2 UR WAY 'CAUSE THE DAY IS STANDING TO NEXT DOOR THE LIGHT IS STILL WAITING FOR U, its a brand new day u dnt know what is waiting for u b surprised,bt dnt b afraid, cause if u even fall,i'll b there to catch u just fly into ur mind i'll hear u,sing for u.... ANGELS R FLYING IN DHAKA SKY BRINGS UR LOVE TO ME AND TAKE ME HIGH,HIGHER THAN THE SKY HOPE U'LL B THERE WITH ME.... 'CAUSE I'LL B THERE AND I'LL B THERE DRAGGING UR LOVE FOR OUR DREMS... এটা লিখার পর একটু সাহস পেলুম...ফলাফল??লিখে ফেললুম বাংলাতে...।

নাম: শেষ চিঠি অনেক কষ্ট বুকে নিয়ে আবার চিঠিতে জমাট বাধা কথাগুলো তোমায় বলবো বলে । । প্রায় শেষ হওয়া বলপেন আর ধুলো জমা কাগজ হাতে নিয়ে বসে একাকী - আমি শংকিত । । না বলা অনেক কথা তোমায় আজ বলবো তোমায় কাছে পাবার পরেও হারাবার দুঃখ ।

। আজ আমি বন্ধ এঘরে নিঃসংগে আছি তোমার দেয়া শুকিয়ে যাওয়া ফুল চেয়ে চেয়ে দেখছি । । হাততো আর চলে না মুখটা রক্তশূন্য তবুও কঠিন বিশ্বাস আমার চিঠি শেষ করবই । ।

শেষ নিঃশ্বাস দু'পা সামনে মৃত্যু আসছে ধেয়ে তাই এতো তাড়াহুড়ো আগেই রাখছি বলে । । অনেক কথা হলনা বলা অবিশ্বাসী সময় জেনো তোমার শূন্যতা নিঃশ্বেষ করে আমায় । । ব্যর্থ আমি তোমার চোখে বলতে পারিনি ভালোবাসি বলতে পারিনি তুমি আমার, ছিলে আমারই ।

। তাই যাবার আগে প্রথম ও শেষ চেষ্টা আমার শুনছো আমায় তুমি তোমায় আমি ভালোবাসি তুমি এই আমারই!!! আশা করি ভালোই লাগবে...। ধন্যবাদ! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.