আমাদের কথা খুঁজে নিন

   

পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি-২

পথক্লান্ত... বিভ্রান্ত... বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরে আসলাম ! এই অংশে আপনারা দেখবেন কিভাবে নায়িকার মা-বাবার মধ্যে মিল হল ! নায়িকার মা-বাবা যেহেতু শহরে পড়াশুনা করে, তাই এখানে ঘটকের মাধ্যমে কোন মিল হবেনা ! হবে বাসে করে গ্রামে যাওয়ার পথে ! যারা নায়কের মা-বাবার স্বপ্নিল পরিনয় দেখতে পারেনি তাদের জন্য বলছি আগে আপনারা এই লিঙ্কটাতে ক্লিক করে ঘুরে আসতে পারেন সেই আবেগি জগত থেকে ! নায়িকার বাবার আগমন : (বিয়ের আগে : নায়িকার বাবা- বুলবুল) নায়িকার বাবা : আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে সাত সাগর আর তের নদীর পারে ময়ূর পঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথা দেখে এলেম তারে সাত সাগরের পারে।। নায়িকার মার আগমন : (বিয়ের আগে : নায়িকার মা- শাবানা) নায়িকার মা : একখানা মেঘ ভেসে এল আকাশে একঝাঁক বুনোহাঁস পথ হারালো একা একা বসে আছি জানালা পাশে সেকি আসে আমি যারে বেসেছি ভালো। যেহেতু তারা নায়িকার মা-বাবা তাই বাসে গ্রামে যাওয়ার পথে অবশ্যই পাশাপাশি সিট পরবে ! সেখানে চোখাচখি হবে, আর প্রেম প্রেম ভাব উদয় হবে ! নায়িকার বাবা (আড়চোখে তাকিয়ে) : তুমি যে আমার কবিতা আমারও বাঁশীর রাগিনী আমার এ স্বপন আধো-জাগরণ চিরদিন তোমারে চিনি।। নায়িকার মা (প্রতিউত্তরে ধরি মাছ না ছুঁই পানি স্টাইলে ): আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে, দেখতে আমি পাই নি তোমায় দেখতে আমি পাই নি বাহির-পানে চোখ মেলেছি, আমার হৃদয়-পানে চাই নি ॥ অবশেষে তারা বাস হতে নেমে জানতে পারবে তাদের গন্তব্য পাশাপাশি গ্রামে ! (হতেই হবে, তা না হলে নায়িকার জন্ম হবে কিভাবে !! ) তাই, একটা গরুর গাড়ি ভাড়া করে তারা পথ চলতে লাগলো ! আর সিনেমার সুবিধার জন্য হৃদয় বিনিময় হতেও বেশি সময় লাগলো না ! নায়িকার বাবা (একটু বেশি আবেগি হয়ে নায়িকার মার মাথায় হাত রেখে) : তোরে পুতুলের মত করে সাজিয়ে, হৃদয়ের কোঠরে রাখব আর হৃদয়ের চোখ মেলে তাঁকিয়ে সারাটি জীবন ভরে দেখব নায়িকার মা (একটু অপ্রস্তুত হয়ে ): চুল ধইরো না খোপা খুলে যাবে হে নাগর, আউলা কেশে পাগল বেশে কেমনে যাবো ঘর? অবশেষে সকলের সম্মতিতে নায়িকার মা-বাবার হৃদয়ে সন্ধি স্থাপিত হল ! তারা বিবাহে পূর্ণ সমর্থন পেল ! অবশেষে বিবাহ পূর্ববর্তী যুগলবন্দী গান : যদি বউ সাজ গো আরও সুন্দর লাগবে গো বলো বলো আর বলো লাগছে মন্দ নয়..... তারপর শুভ বিবাহ : জীবনও আঁধারে পেয়েছি তোমারে চিরদিন পাশে থেকো বন্ধু... >>> আজ এই পর্যন্ত ! বাকি অংশ আগামীকাল.........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.