আমাদের কথা খুঁজে নিন

   

পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি

পথক্লান্ত... বিভ্রান্ত... অবশেষে একটা পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি তৈরি করে ফেললাম ! কথায় আছে, বাণিজ্যিক ছবিতে কাহিনীর মারপ্যাঁচ বেশি থাকা ঠিক না ! সাধারন পাবলিকদের তাতে বদ হজম হয়ে যায় ! তাই আমার এই ছবির কাহিনীতে কোন নতুনত্ব নেই ! একেবারে সহজ সরল মেকিং ! যথারীতি এই ছবির শুরুতে থাকবে নায়কের মা-বাবার প্রেম, তারপর বিবাহ আর বছর ঘুরতে না ঘুরতেই নায়কের জন্ম ! একই সাথে চলতে থাকবে নায়িকার মা-বাবার প্রেম, তারপর বিবাহ ! কিন্তু নায়কের পরিবারের মত ঘুরতে না ঘুরতেই নায়িকার জন্ম হবে না, জন্ম হবে বিয়ের বছর দুইয়েক পরে ! এই কারনে এই মুভিতে নায়িকা নায়ক থেকে এক বছরের ছোট ! যেহেতু বাণিজ্যিক ছবি, তাই মুভিতে তেমন কোন ডায়ালোগ থাকবেনা, তার পরিবর্তে থাকবে শুধু গান আর গান ! সত্যি কথা বলতে কি, কোন ডায়ালগই নাই !! গান ছাড়া যেহেতু মুভি হিট হয়না, তাই শুধু এই আইডিয়া দিয়ে পুরো মুভিটা সাজানো হয়েছে ! আগেই জানিয়ে রাখি, আমার এই পুরো মুভিটা জুড়ে থাকবে গোটা ৫০ এর মত গান ! যাই হোক, কথা না বাড়িয়ে আমরা চলে যাই সিনেমার জগতে । (সিনেমা হলের পর্দা উঠছে..........) আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি (জাতীয় সঙ্গীত হচ্ছে ! প্লিজ সবাই দাড়িয়ে সম্মান জানান !) চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রানে ওমা আমার প্রানে বাজায় বাঁশি । Starting.......... 5 4 3 2 1 নায়কের বাবার আগমন : (বিয়ের আগে : নায়কের বাবা- রাজ্জাক) নায়কের বাবা : একবার যদি কেউ ভাল বাসত আমার নয়ন দুটি জলে ভাসত এ জীবন তবু কিছু না কিছু পেত !...... নায়কের মার আগমন : (বিয়ের আগে : নায়কের মা - কবরী) নায়কের মা : একা একা কেন ভাল লাগেনা, কোন কাজে মন কেন বসেনা আমার কি হইতে কি হইয়া গেল, আমি নিজেইতো কিছুই বুঝিনা অতঃপর ঘটকের সুবাদে নায়কের বাবার সাথে নায়কের মার দেখা : নায়কের বাবা (মুগ্ধ নয়নে অপলক দৃষ্টিতে তাকিয়ে) : তুমি কোন কাননের ফুল গো তুমি কোন গগনের তারা তোমায় কোথায় দেখেছি, যেন কোন স্বপনের পারা !! নায়কের মা (প্রতিউত্তরে অবশ্যই খানিকটা চিরায়ত মেয়েলি ভাব দেখিয়ে) : অনেক বৃষ্টি ঝরে তুমি এলে, যেন একমুঠো রোদ্দুর আমার দুচোখ ভরে, তুমি এলে। যেহেতু তারা নায়কের মা-বাবা তাই তাদের মধ্যে মিল হতেই হবে ! তাই কি আর করা ! যা হবার তাই হল ! প্রথম দর্শনেই প্রেম হয়ে গেল ! অবশেষে বিবাহ পূর্ববর্তী যুগলবন্দী গান : তুমি ছাড়া আমি একা পৃথিবীটা মেঘে ঢাকা জীবন আমার পায় গো জীবন তুমি যখন দাও দেখা তারপর শুভ বিবাহ : তুমি আমার জীবন আমি তোমার জীবন দুজন দুজনার কত যে আপন কেউ জানেনা, কেউ জানেনা !!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.