আমাদের কথা খুঁজে নিন

   

একটি পূর্ণদৈর্ঘ্য সাইকেডেলিক প্রাতরাশ

অন্ধকার; মৃত নাসপাতিটির মতন নীরব' ট্যাপের জলপতনের শব্দ প্রতিধ্বনীত হয় ফোঁটায় ফোঁটায় । বেড়ালের সতর্ক দৃষ্টিতে প্রতিটি ফোঁটার বিলিন হয়ে যাওয়ার উতসব । চোখের আইরিসে ঝিলিক দিয়ে যায় একটা বরফশীতল অর্চিরেখা । পড়ে থাকে পাইরোফিলিক দেশলাই কাঠিটার পোড়া শব । রৌদ্র স্যাঁকা ফুলুরী থেকে বেরিয়ে আসে একটা জাদুর ভিমরুল ।

কড়াইয়ের ফুটন্ত তেলে ছড়িয়ে পড়ে কল্পনার কুসুম । আমাদের ক্যাফেইন অনুভুতির মূরালে জন্ম নেয় অজশ্র দৃশ্যের সিম্ফোনি । শব্দগুলো দৃশ্যজ হয়ে উঠে, দৃশ্যগুলো স্পর্ষের । নিশ্বাসে টেনে নিই ইন্সেনিটির স্যাকারিন । মাসরুম ঢাকা আকাশের অম্লবাতাসে উড়ে রঙীন যন্ত্রদেবী ।

নীহারিকারা ঝরে পড়ে দোলনসমযয়ের ফাঁটল ধরে । আতাতায়ী জলে লিকুইড সোপের বুদবুদ ও কূহকধোঁয়া । দুধে ডোবা রুটি হয়ে থাকা ভীরুলোচনে খেলে চলে মায়া আর ছলনা । ফড়িয়ের ভ্রমডানায় চেপে প্রভাতারল্যের মাঝে কল্পভ্রমন শেষ হয়ে আসে । ভরপেট একটা ভেজিটারিয়ান প্রাতঃরাশ শেষে পিঁপড়ার ট্রেন দীপক দুপুরের পথে শস্যদানায় মুখগুজে শীতনীদ্রায় ব্যস্ত হয়ে পড়ে ।

শেষ হয়ে আসে তেরো মিনিটের একটি পূর্ণদৈর্ঘ্য সাইকেডেলিক প্রাতরাশ । তারালতার কোলে সূর্যের রৌদ্র-ঔরষে জন্ম নেয় প্রথম সকাল । ===== পিঙ্ক ফ্লয়োডের একটা ইন্সট্রুমেন্টালঃ Alan's Psychedelic Breakfast পার্ট ওয়ান পার্ট টু  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.