আমাদের কথা খুঁজে নিন

   

তৃতীয় পক্ষ

আজকাল তৃতীয় পক্ষ শব্দটা কেন যেন সুপ্রভার মাথায় বার বার আঘাত করছে। কেন যেন মাঝে মাঝে নিজেকে খুব অবাঞ্ছিত মনে হয়। কি দুরকার তৃতীয় পক্ষ হয়ে বেঁচে থাকার। এমনটা সে কখনো ভাবতো না, কিন্তু সময় তাকে বড্ড বেশী ভাবিয়ে তুলছে। বুঝতে শেখার পর থেকে সুপ্রভা দেখেছে সংসারে যাবতীয় সকল সমস্যার মূলে থাকে একজন তৃতীয় পক্ষ।

যতক্ষণ দুইপক্ষ কথা বলে ততক্ষন সব ঠিক থাকে। তৃতীয় কারো আবির্ভাব ঘটলেই সমস্যা তার ডাল- পালা মেলতে থাকে। সুপ্রভার ধারনা খুব একটা অমূলক নয়। ২ বছর হল বিয়ে হয়েছে। ও এ বাড়িতে আসার আগে হয়তো সব ঠিক ই ছিল।

কিন্তু ধীরে ধীরে বাড়ির পরিবেশ বিষাক্ত হয়ে ওঠে। রোজ ঝামেলা, রোজ চিৎকার। হয়তো সেখানে সুপ্রভার কোন হাত নেই তারপরেও কোন না কোন ভাবে সুপ্রভার কারনেই এমনটা হয়। বাড়ির বড় কোন বাপারে সুপ্রভার কোন ভূমিকা নেই, কারণ সে সেখানে একজন তৃতীয় পক্ষ ছাড়া কেউ না। একজন নারী তার স্বামীর সংসার কে যতই আপন ভাবুক না কেন যখন সে বুঝতে পারে সেখানে সে একজন তৃতীয় পক্ষ ছাড়া কিছুই নয়, তখন নিজের অজান্তেই চোখ বেয়ে দু ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে।

হয়তো সেই নারীও আশা করে যে সংসার কে সে নিজের আপন ভাবে সেই সংসারে তারও কিছু ভূমিকা, কিছু বলার অধিকার থাকুক। বিভিন্ন ইতিহাস ঘাঁটলে দেখা যায় অধিকাংশ সময় একজন মেয়ে, একজন নারী যখন এসব থেকে বঞ্চিত হয় তখন সে নিজেকে জড় পদার্থ ভাবতে শুরু করে। মনে করতে থাকে যেন একটা পুরনো বাতিল বট গাছ শুধু মাত্র ছায়া দিয়ে অন্যের সেবা করার জন্যই আছে। এছাড়া তার করার কিছু নেই। এসব থেকে মনে মনে সে ক্ষুব্দ হতে থাকে।

এবং কোন এক সময় হয়তো তার ধৈর্যের বাঁধ ভেঙ্গে যায়। সেদিন ও কিন্তু সবাই সেই তৃতীয় পক্ষ কেই দোষ দিয়ে থাকে। একটা সংসারে একজন নারী বেশী কিছু চায় না। চায় শুধু নিজের একটা অবস্থান। যে অবস্থানে তাকে কেউ তৃতীয় পক্ষ নয়, বরং সেই সংসারের একজন মূল্যবান সদস্য এবং আপন একজন ভাববে।

যেদিন এমন হবে সেদিন ই কেবল একটি সুখের সংসার তৈরি হতে পারে। সেদিন সুপ্রভার মতো সকল মেয়ে নিজেকে আর অবাঞ্ছিত কিংবা তৃতীয় পক্ষ ভাববে না। সেদিন সুপ্রভাও সবকিছু ভুলে নিজের আপন ভুবনে পরম সুখে দিন কাটাবে।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।