আমাদের কথা খুঁজে নিন

   

তৃতীয় নয়ন



কখনো ছুতে চেওনা আমার... ......তৃতীয় নয়ন যেমন শুষ্ক মাটি ছুতে চায় আকাশের পরিত্যক্ত সব অশ্রু ফোটা যেমনি চাতক স্বচ্ছ হ্রদের আয়না মাঝে ভালোবেসে ঠোটটা ছোয়ায় যখন তখন শব্দ যেমন কাব্য হয়ে ছন্দ খোজে পথিক থামে চলার পথের বৃক্ষছায়ায় তেমনি বরফ অগ্নি বুকে লুকিয়ে রাখে জমাট বাধে সুপ্ত ব্যধি ভুলতে চাওয়ায় হাওয়া যেমন হয় নিঃশ্বাস বুকের মাঝে বেচে আছি রাখছি চিহ্ন সকল কাজে বিধাতা ক্রোধের দেখায় প্রমান বজ্রপাতে তারা গুলো হয় জোনাকী এমনি রাতে তাই ভাঙা স্বপ্ন লুকিয়ে রাখি রাতের ছায়ায় খুলোনা আমার তৃতীয় নয়ন অচেনা মায়ায়.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।