আমাদের কথা খুঁজে নিন

   

চাঁদের আলো

মেঘল রায় বাতায়নে চাহি আজ নিরালায় বসিয়া চন্দ্রের রুপালী আলো পড়িতেছে ঝরিয়া মর্ত্য আজ সেজেছে তাহাকে পাহিয়া জোনাকিরা শঙ্কিত তাহাকে দেখিয়া সবাই আজ চাহিয়া তাহারই পানেতে হৃদয় কভু জাগিয়া তাহারই তরেতে পথিক আজ ছুটছে তাহারই আলোতে যুবক কেবল উদ্দীপ্ত তাহারই পরশে তরুণীর অপেক্ষায় প্রিয়তমার বাসনায় শিশির আজ প্রদীপে কেবলই জ্বলছে শশীর ঐ আলোতে নিখিল মানব হাসছে মন শুধু কাঁদছে তোমারই আশাতে দরিয়ার পানি ধারণ করেছে তাহাকে বিশ্ব আজ দাঁড়িয়েছে তাহারই দুয়ারে অন্তরীক্ষ আজ আলোয় আলোকিত নববধূ বসে আছে প্রিয় মানুষের নিমিত্তে চাঁদের ঐ আলোতে প্রাণীকুল ভাসছে মন আজ খুঁজছে তোমারই প্রেমেতে ----------___________---------- আপনারা আমাকে কি মনে করেন ? আমি কিছু পারি না নাকি ? আমি স্বয়ংসম্পূর্ণ না হলেও কিছু কিছু জিনিস আমি করতে পারি । কেনো বললাম এই কথা গুলো ? কারন আমি নিশ্চিত কবিতাটি পড়ার পর আপনাদের মনে প্রশ্ন জেগেছে " এটা কি সত্যি আমি লিখেছি "? আপনাদের ধারণা টা ভুল হওয়ার কোনো সুযোগ নেই । সত্যি এটা আমি লিখি নাই । আমার এক বন্ধুর লেখা । আবার ভেবে বসবেন না আমি চুরি করেছি ।

আমি তার অনুমতি নিয়ে লিখছি । কবিতাটিতে আমি কিছু পরিবর্তন এনেছি । হয়তোবা এই জন্যই আপনাদের ভালো লাগে নি । কবিতাটি সাধু ভাষায় লেখা । আমি এটাকে চলিত ভাষায় রূপান্তরিত করতে পারতাম ।

কিন্তু করি নাই এই কারণে...আমি ভয় পাচ্ছিলাম পাছে ভাবের পরিবর্তন হয়ে যায়...ধন্যবাদ ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।