আমাদের কথা খুঁজে নিন

   

চাঁদের রাত

সম্পাদনা করি আমিরাত-বাংলা মাসিক মুকুল। ভালবাসি মা, মাটি ও মানুষকে..

চাঁদের রাত লুৎফুর রহমান চাঁদের রাতে চাঁদ মামাটা মুখটি দেখে জলে পাড়া সবাই মাতিয়ে রাখে "ঈদ মোবারক" বলে। আম্মু থাকেন ব্যস্ত খুবি নানা পিঠা নিয়ে বোনরা সাজায় হাতের তালু মেন্দিখানি দিয়ে। খোকন সোনা জামা পেয়ে ঈদের আগেই পরে দাদুকে তাই দেখাতে যায় লুকিয়ে দাদুর ঘরে। বাত্তিঅলা জুতা পরে লাইট জ্বালিয়ে খোকা চায় বানাতে চাচ্চুকেও এক্কেবারে বোকা। দুখ ভুলে তাই সকলজনা ফুর্তি করে খুব সেই খোকাটি বড় এখন স্মৃতিতে দেয় ঢুব। চাঁদের রাতে চাঁদটা আজো লাগে একটা নাও চাঁদটা বুঝি অমন করে উঠে আমার গাঁও? পরদেশেতে খোকন এখন বাড়ছে বয়স যদিও স্মৃতির সাগর ডুবায় খোকন এবং তার নদীও।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।