আমাদের কথা খুঁজে নিন

   

আমি ও জার্মান ইঞ্জিনিয়াররা

বিগত চার মাস ধরে আমাদের ফ্যাক্টরিতে জার্মানগুলা কাজ করছে আর আমি প্রোজেক্ট কোঅরডিনেটর। আজ আপনাদের সাথে শেয়ার করি তাদের কিছু কান্ড কীর্তিঃ ১। প্রথমে বাংলা শিখল "আমি তোমাকে ভালবাসি"- ব্যাস আর যায় কই, যাকেই দেখে যে মেয়েকে দেখে বলে "আমি তোমাকে ভালবাসি"। আর ভাই বাঙালি মেয়েরাও কম যায় না সাথে সাথে রেস্পন্সে করে আহা উহু। ২।

এর পর শিখল "বড় ভাই, ঠিক আসে, পাগল, গরু, ছাগল"। এর পর আর যায় কই দারুন ভাবে এইগুলার প্রয়োগ শুরু করল অপারেটরদের সাথে। ৩। এমনিতে ভাল, শুধু চাইনিজ আর ফিলিপিনো গুলা শয়তান আছে। ৪।

আমরা যেমন বিদেশে গেলে খুব হিসাব করে খরচ করি ওরাও তাই, কোন রকম ফালতু খরচ করে না। ৫। ওদের সাথে মিশতে পারলে হাতে ধরে কাজ শিখাবে। আর খারাপ রিলেশন হলে জান বরবাদ করে দিবে। ৬।

দারুন পরিশ্রমী আর প্রফেশনাল। আমাদের বাঙ্গালিদের কাজ করার স্টাইল দেখলে হাসে। তাদের মতে আমরা কথা বলি বেশি আর আলোচনা করে সময় বেশি নষ্ট করি। আরও অনেক কিছু আছে, মনে পরলে লিখে দিবো। আমার অভিজ্ঞতা মাত্র ২ বছর চাকরি জীবন।

ধন্যবাদ সবাইকে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.