আমাদের কথা খুঁজে নিন

   

জার্মান ফুটবল



টিম জার্মানি, আগেও বলেছি, এবারের জার্মান দলের সাফল্যের মূল রহস্য এটা৷ গোটা দল যেন এক হয়ে খেলে৷ কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে ৪-০ গোলে ভাসিয়ে দেওয়ার সময় এই চিত্র বারবার চোখের সামনে ধরা পড়েছে৷ একসঙ্গে ডিফেন্স, একসঙ্গে এ্যাটাক, ম্যাচের আগে এই কথা বলেছিলেন জার্মান কোচ ইওয়াখিম ল্যোভ৷ তাঁর ছেলেরা তাঁর কথা রেখেছে৷ তাই মিডফিল্ডার থমাস ম্যুলার, স্ট্রাইকার ক্লোজের সঙ্গে গোল পেয়েছেন ডিফেন্ডার ফ্রিডরিশ৷ আবার গোল ঠেকানোর সময় ডি বক্সে দেখা গেছে শোয়ান্সটাইগার, ওজিলকে। প্রথমেই গোল পেয়ে যাওয়াতে কাজটা পানির মত সহজ হয়ে যায়। আর জার্মান এই দলটা প্রথমেই এগিয়ে গেলে কতটা ভয়ংকর দল হয়ে যায় তা হাড়ে হাড়ে টের পেল প্রথমে ইংল্যান্ড এবং কাল আর্জেন্টিনা। লো'র কথা কিছু বলার নেই। গত বিশ্বকাপে জার্মান দলের সহকারী কোচ এবার তার মেধার বিচ্ছুরণে ভাংগা-চোরা নবীন দলটাকে অন্য এক উচ্চতায় নিয়ে এসেছেন।

বিশ্বকাপ শুরুর আগে জার্মান দলটাকে দেখে আশাহতই হয়েছিলাম,নির্ভরযোগ্য সিনিয়র প্লেয়াররা ইনজুরড হয়ে দলের বাইরে। খুব টেনশন ছিল, কি হবে? এত স্টার স্টার প্লেয়ার,স্টার স্টার দল,স্টার স্টার কোচ,স্টার স্টার হৈ চৈ। আসলেই ভয়েই ছিলাম। তারপরও ভরসা ছিল। কারন দলটা জার্মানি,যারা খেলার আগে কখনও হারে না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.