আমাদের কথা খুঁজে নিন

   

'আওয়ামী লীগের ব্যর্থতার কারণে বিএনপির জন্ম' - বিএনপির ভাড়-প্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের রাজনৈতিক ব্যর্থতার কারণেই বিএনপির প্রতিষ্ঠা হয়েছিল। গণমানুষের এই দলকে অতীতেও ধ্বংস করা যায়নি। ভবিষ্যতেও যত ষড়যন্ত্রই করা হোক না কেন, আওয়ামী লীগকে ধ্বংস করা যাবে না। গতকাল দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন। অন্যান্যের মধ্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, ডা. এজেডএম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ, খায়রুল কবির খোকন, নাজিম উদ্দিন আলম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের শিরিন সুলতানা প্রমুখ বক্তব্য রাখেন।

মির্জা আলমগীর বলেন, এদেশের যা কিছু কল্যাণ ও শুভ তার সবই করেছিলেন শেখ মুজিব রহমান। ১ সেপ্টেম্বর বিএনপির ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ১ সেপ্টেম্বর। ১৯৭৮ সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দল প্রতিষ্ঠা করেন। সারা দেশে যথাযথ মর্যাদায় দিবসটি পালন করবে বিএনপি ও অঙ্গসংগঠন। প্রতিষ্ঠার ৩৩ বছরের মধ্যে প্রায় ১৫ বছরই দেশ পরিচালনার দায়িত্ব পালন করে দলটি।

১৯৮১ সালে জিয়াউর রহমানের শাহাদাতবরণের পর তার সহধর্মিণী বেগম খালেদা জিয়া দলের হাল ধরেন। তার নেতৃত্বে বিএনপি তিন দফা ক্ষমতায় আসে। ২০০৭ সালে 'ওয়ান-ইলেভেনের' পর রাজনৈতিক দলের ওপর খড়গ নেমে এলে বেগম জিয়া কারান্তরীণ হন। তার বড় ছেলে দলের তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান গ্রেফতার ও নির্যাতনের শিকার হন। আর বিএনপিকে করা হয় দ্বিখণ্ডিত।

২০০৮ সালের ১১ সেপ্টেম্বর কারামুক্তির পর বেগম জিয়া বিএনপিকে ঐক্যবদ্ধ করেন। একই বছরের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিএনপির ভরাডুবি ঘটে। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত মহাসচিব পৃথক বাণী দিয়েছেন। মাসব্যাপী রমজান শেষে দেশের বৃহৎ জনগোষ্ঠী মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর একই সময়ে থাকায় কেন্দ্রীয়ভাবে সংক্ষিপ্ত আকারে দুই দিনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীর দিন ভোর ৬টায় দলীয় সব কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হবে। একই দিন সকাল ১০টায় শেরেবাংলানগরে শহীদ জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হবে। ওমরাহ পালনে সৌদি আরবে থাকায় বেগম খালেদা জিয়া কর্মসূচির প্রথম দিনে অংশ নিতে না পারলেও দ্বিতীয় দিনে জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ ও মুনাজাতে অংশ নেবেন। এ ছাড়াও দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায়ে বিএনপিসহ অঙ্গসংগঠনের পক্ষ থেকেও অনুরূপ কর্মসূচি পালন করা হবে বলে বাংলাদেশ প্রতিদিনকে জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.