আমাদের কথা খুঁজে নিন

   

"বৃষ্টিতে ভিজবো আজ"

আকাশটা ঘনকালো মেঘে ছেয়ে গেছে ; হয়তো বৃষ্টি নামবে এহ্মুনি । মনের বাঁধা সরিয়ে বৃষ্টিতে ভিঁজবো আজ । এতোদিনের প্রিয় বৃষ্টি অপ্রিয়তার মধ্য দিয়ে প্রিয় হবে আজ আবার । আজ বৃষ্টি প্রেমের আবেশ ছড়াচ্ছে মনে ; ফিরে যেতে ইচ্ছে করছে সুদূর অতীতে । কিন্তু না ! অতীতের বৃষ্টিতে নয় , ভিঁজবো বর্তমানের বৃষ্টিতে । হুডখোলা রিকশায় বসে আকাশ পানে তাকিয়ে গায়ে বৃষ্টি মাখবো আজ । বৃষ্টির প্রেমে যদি খুব শীতল হই , তবে চায়ে উষ্ণতা নেবো ভিঁজতে ভিঁজতে ; এক সময় যে উষ্ণতা পেতাম কোন মানবীর কাছ থেকে । কিন্তু ঝরবে কী আজ বৃষ্টি ? সে কী আকাশে ওড়ার সাধ বিসর্জন দেবে আমার শরীর স্পর্শ করার জন্য ?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।