আমাদের কথা খুঁজে নিন

   

মরুভূমির জলদশ্যু

আপন আলোয় উজ্জল............. সভ্য পৃথিবীর মানুষেরা যখন প্রথম অস্ট্রেলিয়ায় গেল তখন দুইপায়ে লাফিয়ে চলা অদ্ভুত নতুন জীবটিকে দেখে আদিবাসীদের প্রশ্ন করেছিল এর নাম কি। জবাবে আদিবাসীরা বলেছিলো "ক্যাংগারু" যার অর্থ “তুমি কি বলছো আমি বুঝতে পরছিনা”। এবার বুঝতেই পারছেন এই না বুঝতে পারা শব্দটাই এখন ক্যাংগারুর নাম হিসেবে প্রচলিত। আসুন ক্যাংগারু সম্পর্কে আরো কিছু জানি যা আপনাদের অজানাও হতে পারে ~ ● ক্যাংগারু মারসুপিয়াল গোত্রের এক প্রকারের স্তন্যপায়ী প্রাণী। ● এদের কেবলমাত্র অস্ট্রেলিয়া ও প্রতিবেশী দ্বীপগুলিতে দেখা যায়।

● এরা পিছনের দুই পায়ের উপর লাফিয়ে লাফিয়ে চলে। ● এদের বাচ্চাগুলি মায়ের পেটের থলিতে থেকে বড় হয়। ● এরা লম্বায় ২ মিটার দীর্ঘ এবং ৮৫ কেজি ওজনের হতে পারে। ● সবচেয়ে ছোট ক্যাঙ্গারু হল ইঁদুর-ক্যাঙ্গারু যেগুলো লেজ বাদে এক ফুটের মত হয়। ● ফসিলের নমুনা থেকে অনুমান করা হয় যে ক্যাঙ্গারুরা প্রায় ১৫ মিলিয়ন বছর আগে, মায়োসিন যুগে, অস্ট্রেলিয়াতে আসে।

● ৮ মিলিয়ন বছর আগে জলবায়ুর পরিবর্তনের কারণে ক্যাঙ্গারুরাও বিবর্তিত হয়ে বর্তমানে আমাদের পরিচিত নানা প্রজাতিতে রূপ নেয়। ● আদি ক্যাঙ্গারুগুলি ছিল বিশালাকার। এরা প্রায় ১০ ফুট লম্বা ও প্রায় ২০০ কেজি ভারী ছিল!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.