আমাদের কথা খুঁজে নিন

   

মরুভূমির আতঙ্ক

মরুভূমি মানেই ধু-ধু বালুর সাগর। কিন্তু এই বিরূপ ও প্রতিকূল বালুর সাগরেই রয়েছে অনন্য সব জীববৈচিত্র্য। কিন্তু বেশ কিছু ওর্ম রয়েছে যা সারা বিশ্বে একেবারেই বিরল। পৃথিবীর অন্যতম আলোচিত ওর্ম রয়েছে মঙ্গোলিয়ার গোবি মরুভূমিতে। এর নাম অলঘোই খরখোই।

গোবি মরুভূমির রুক্ষ পরিবেশে এক রহস্যময় ভয়াবহ প্রাণীর জন্য দেশজুড়ে এক আতঙ্কের নাম। অলঘোই খরখোই। অনেকে বলেছেন, এটি দেখতে সমান্তরাল, রক্তের মতো লাল ও সাপের মতো লম্বা, দৈর্ঘ্যে প্রায় দুই থেকে চার ফুট। দেখতে অনেকটা গরুর ভূঁড়ি বা অন্ত্রের মতো। অলঘোই খরখোই নামটির মূল অর্থ হচ্ছে পেটের অন্ত্রের কৃমি।

মঙ্গোলিয়ানরা প্রাণীটিকে এতটাই ভয় পায় যে, অনেকে মনে করেন এর নাম নিলেও অমঙ্গল হয়। এর ভয়াবহভাবে মানুষ ও প্রাণী হত্যা করার ক্ষমতা রীতিমতো কিংবদন্তিতুল্য। অলঘোই খরখোই আকৃষ্ট হয় হলুদ রঙের প্রতি। এরা বিষাক্ত হলেও বিষ ছিটিয়ে দেয় না। এ ছাড়া এটি অস্ট্রেলিয়া ও নিউ গিনিতে দেখতে পাওয়া যায়।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.