আমাদের কথা খুঁজে নিন

   

মরুভূমির জলদস্যু ও কিছু Macaw পাখি

এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের ত ই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে!! পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে- যারা দেখতে চায় তাদের ঝিঁঝিঁ পোকার বাগানে নিমন্ত্রণ। http://zizipoka.com/

বেশ কিছুদিন আগে (২০১০ইং এর ডিসেম্বারে) গিয়েছিলাম দেশের বাইরে বেড়াতে। তখন থাইল্যান্ডে থাকা কালিন সময় Bankok এর Safari World এ গিয়েছিলাম একদিন। চমৎকার সেই অভিজ্ঞতা, জীবন্ত এক প্রাণীজগতের মাঝে নিজেকে আবিষ্কার করেছি তখন। Safari World এ ডোকার পরেই দেখেছি অসংখ্য Macaw (আমেরিকান কাকাতুয়া) পাখি ছাড়া আছে।

ছোট্ট একটি দ্বীপের মত করে তৈরি করে রেখেছে সেখানেই ওরা থাকে মুক্ত অবস্থায়। এগুলি উড়ে অন্য কোথাও চলে যাচ্ছেও না। টপাটপ কিছু ছবি তুলে ফেলেছিলাম। সেখান থেকেই কিছু ছবি আজ এখানে তুলে ধরছি। ০১।

এক ঝাক Macaw পাখি ০২। কি কথা তাহার সনে ০৩। যাও, আমি তো…মার লগে থাকিইইই… না। ০৪। যাও, আমি তো…মার লগে থাকিইইই… না।

০৫। !!!!!!!! ০৬। ওওও!!! এই ঘটনা? ০৭। এইসব কি, দুষ্টামি করে না! ০৮। ছোট্ট এই দ্বীপেই ওরা থাকে একসাথে আনেকে।

০৯। একা-একা পথচলা, একা-একা কথাবলা…. ১০। মরুভূমির জলদস্যু ও কিছু Macaw পাখি ১১। মরুভূমির জলদস্যু ও কিছু Macaw পাখি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.