আমাদের কথা খুঁজে নিন

   

দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপর নির্মিত আমার ভাল লাগার ৫ টি মুভি - ২য় পর্ব

উইন্ডটকার্স (Windtalkers (2002)): নিকোলাস কেজ যেসব যুদ্ধের মুভি করেছেন তার মাঝে এই মুভিকেই আমার সেরা মনে হয়েছে। মুভিটির শুরুই হয় যদ্ধের মধ্য দিয়ে। শুরুতে একটি যু্দ্ধে ক্ষেএে নিকোলাস কেজের দলের সবাই মারা যায়। ভাগ্যক্রমে নিকোলাস বেচে যায়। তবে সে মারাত্বক ভাবে আহত হয়।

ট্রিটমেন্ট শেষে আবার যুদ্ধ ক্ষেত্রে ফিরে যায়। এবার তার মিশন হয় একটু অন্যরকম। যদ্ধের গোপনীয়তার কৌশল হিসেবে আমেরিকানরা নতুন একটি পদ্ধতি বের করে । তা হল আমেরিকার উপজাতীয়দের ভাষা ব্যবহার করা হত কোড টক হিসেবে। এরকম দুজন কোড টকার এর নিরাপত্তায় নিয়োজিত হয় নিকোলাস কেজ এবং আরেকজন সোলজার।

উপজাতীয় দুজন কোড টকারকে ভাল চোখে দেখত না আমেরিকার অন্যান্য সোলজার রা। কিন্তু যুদ্ধ ক্ষেএে নিকোলাস কেজের সহায়তায় অসাধারন সব কাজ করতে থাকেন এ দুজন উপজাতীয়। কি হয় নিকোলাস কেজের ? নিকোলস কেজ কি তাদের রক্ষা করতে পারবে ? তারা কি বেচে ফিরতে পারে? IMDB গানস অফ নাভারন(The Guns of Navarone (1961): ব্লগের একজন ভাই আমকে মুভিটি দেখার জন্য বলেছিলেন। মুভিটি যে সত্যি অসাধারন তা দেখেই বুঝেছি। মুভিটি একটানায় কোন প্রকার বোরিং ছাডাই দেখেছি।

এত আগে এত ভাল মুভি কিভাবে বানানো হয়েছে তা অবাক করে। একটি যুদ্ধে ক্ষেত্রে অনেক ব্রিটিশ সোলজার অবরুদ্ধে হয়ে পডে। তাদের সহায়তায় যেই ব্রিটিশ দলই এগিয়ে যায় তারাই ধ্বংশ হয়ে যায়। কেননা অবরুদ্ধ ব্রিটিশ সেনা এবং সাহা্য্যকারী দলের মাঝখানে এমন একটি দ্বীপ আছে যেখানে রয়েছে জার্মানদের শক্ত ঘাটি। তার চেয়েও মারাত্বক হল সেখানে বিশাল দুটি কামান আছে।

যেগুলো স্বয়ংক্রিয়। কোন জাহাজ ডিটেক্ট করলেই গুলি করে ওগুলোকে ডুবিয়ে দেয়। এই ভয়াবহ কামান ধ্বংশ করার জন্য অনেক স্কোয়াড পাঠিয়েও বিফলে পডে ব্রিটিশ জেনারেলরা এবং অবরুদ্ধ সেনাদের উদ্ধার অভিযানও বিফলে যায়। শেষে একটি টিম পাঠায়। যাদের মাঝে ছিল একজন মাউন্টেনিয়ার।

সে এমন একটি জায়গা বেয়ে সেই দ্বীপে পৌছায় যা জার্মানরা কোনদিন কল্পনাও করেনি। কাহিনী এমন হলে পরে কি হবে বলা যেত। কিন্তু এ দলও ভাবতে পারে নি যে জার্মান সেনাদল তাদের চেয়েও ধূর্ত। এই দুই ধূর্ত দলের ইদুর বিডাল খেলা চলে মুভির পুরাটা সময়। সব সময় সাসপেন্স।

বাকিটা দেখে নিবেন। ভাল লাগবেই। IMDB 3.ডার্টি ডজন( The Dirty Dozen (1967): অসাধারন অসাধারন একটা মুভি। যুদ্ধ ক্ষেএে অপরাধের জন্য কোর্ট মার্সাল হয় ১২ জন সোলজারের। তারা নিজেদের অপরাধের জন্য অনুতপ্ত নয়।

কারন তারা মনে করত তারা সঠিক কাজই করেছ। কর্তৃপক্ষ একজন মেজরকে দায়িত্বদেয় ১২ জন সোলজারকে নিয়ে প্রায় আত্মঘাতী মিশন পরিচালনা করে জার্মানদের রেডিও স্টেশন ধ্বংশ করে দিতে। যদি তারা সফল হয় তবে তাদের অপরাধ মাফ। এই মিশনের এবং মেজরের খুত ধরে একজন কর্নেল। সে সব সময় মেজরের পিছে লেগে থাকত।

মেজরও কম যায় না। বিভিন্ন ভাবে জব্দ করতে চেষ্টা করতে থাকে। এরই মাঝদিয়ে এগিয়ে যায় চূডান্ত মিশনের লক্ষে। মিশন কি সফল হয় ? কি হয় জেনারেল আর কর্নেল আর মেজর এর ? কি হয় সেই ১২ সোলজারের ? এর জন্য দেখুন এই মুভিটি। IMDB ডাস বুট: Das Boot (1981) : দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান ইউ বোট (সাবমেরিন) গুলো মিএ বাহিনীর জন্য একপ্রাকার হুমকি হয়ে দেখা দেয়।

মিএ বাহিনীর যুদ্ধ জাহাজের পাশা পাশি রসদবাহী জাহাজগুলিও ডুবিয়ে দেয় এসব সাবমেরিন। এমন একটি সাবমেরিনে যুদ্ধের রিপোর্ট করতে যায় একজন জার্মান অফিসার। সাবমেরিন এ থাকা কালীন বিভিন্ন বিপদজনক অবস্হার সম্মুখিন হয় তারা। মৃত্যুর সাথে খেলা করতে হয় প্রতিনিয়ত। এমন ছোট ছোট অনেক যুদ্ধ দেখা যাবে মুভিটিতে।

শেষে রয়েছে চমক। আর বলা যাবে না। বাকিটুক দেখে নিন। ভাল লাগবে। সাবমেরিন নিয়ে সেকেন্ড ওয়াল্ড ওয়ার মুভি খুব বেশি হয় নি।

আমার দেখা মতে এটাই সেরা। IMDB দ্যা কাউন্টারফিটার্স: শিন্ডলার লিস্ট এর কথা মনে আছে? মুভিটা দেখার সময় আমার ঐ গ্রেট মুভিটার কথা মনে পডেছে বারবার। জার্মান একজন জালটাকা নির্মাতা। সে এমন ভাবে জাল টাকা বানায় কোনটা আসল কোনটা নকল তা বোঝা যায় না। ইহুদি হবার কারনে যুদ্ধের সময় ধরা পডে।

কিন্তু জার্মানরা এত বোকা নয়। তারা তাকে কাজে লাগাতে চেষ্টা করে। তাকে এবং আরো কিছু জালিয়াতকারীকে এক খানে করে মার্কিন ডলার জাল করা শুরু করে । যাতে মার্কিন অর্থনীতি মুখ থুবডে পডে। তাদের উপর নির্যাতন চলে ।

জার্মান অফিসার ছিল ভীষন চালাক প্রকৃতির। সে তার নিজের এবং পরিবারের সদস্যদের জন্য মার্কিন পাসপোর্ট জাল করে বানিয়ে নেয় যাতে যুদ্ধের পর সে আমেরিকায় গিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারে। এসবই সে করে এই সব প্রফেশনালনকলবাজ দের ভয় দেখিয়ে। বা তাদের সামনে অন্যকে খুন করে। কি হয় সেই জার্মান অফিসারের ? সে কি আমেরিকায় পালিয়ে যায় ? কি হয় সেসব নকল বাজদের ? তারা কি বেচে থাকে ? এসব জানতে হলে দেখুন মুভিটি।

এটি একটি সত্য ঘটনার উপর বেস করে নির্মিত মুভি। জার্মানদের এই কাজ অপারেশন বেনহার্ড নামে পরিচিত। IMDB প্রথম পর্ব -দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপর নির্মিত আমার ভাল লাগার ১০ টি মুভি ডাউনলোড লিংকসহ  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.