আমাদের কথা খুঁজে নিন

   

জ্ঞানপাপী কামরুল ইসলাম ও ইবনে সিনায় নবজাতকের মৃত্যু

আমি নতুন কিছু পড়তে ভালবাসি কিছুক্ষন আগে চ্যানেল আই-তে খবর শুনছিলাম। একটা রিপোর্ট শুনতে গিয়ে দেখলাম আমাদের মহাজ্ঞানী(?) এ্যাডভোকেট কামরুল ইসলাম বিএনপির মমতাজ উদ্দিন আহমদ পুলিশ হেফাজতে মৃত্যুবরণ নিয়ে কিছু কথা বলেছেন যা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়ছে। কামরুল ইসলাম বলেছেন- মমতাজ উদ্দিন আহমদ অসুস্থ ছিলেন আর এই অবস্থায় হার্ডএ্যাটাক করে মারা যান। এটাকে অবলম্বন করে বিএনপি লাশের রাজনীতি করছে। একজন অসুস্থ ব্যক্তি হাসপাতালে মারা যেতেই পারেন এটা নিয়ে যারা রাজনীতি করছেন তারা জ্ঞানপাপী! এখন আমাদের এই কামরুল ইসলামের কাছে আমার প্রশ্ন (যদিও তিনি এটা দেখতে বা শুনতে পারবেন না)- আপনি যদি এটাকে অসুস্থাবস্থায় হার্ডএ্যাটাক করে মৃত্যু বলে চালিয়ে দিয়ে নিজের দায়দায়িত্ব থেকে মুক্ত হতে চান, তাহলে গত কয়েকদিন আগে ইবনেসিনায় কোন এক কারনে নবজাতকের মৃত্যুর ঘটনায় আমাদের মন্ত্রীমহোদয়েরা সহ কোর্ট যে নাটক করলো তা কি তাদের "জ্ঞানপাপী"রই প্রকৃষ্ট উদাহরণ নয়।

আইনজীবীর মৃত্যু "তেমন কোন ঘটনাই না" আর যেহেতু ইবনে সিনায় শিশু মারা গেছে সেহেতু সেটা "কোন অবস্থায় ক্ষমা না করে ডাক্তার সহ বোর্ডের সবাইকে গ্রেফতার করতে হবে" এই যদি হয় সরকারের আচরন তাহলে বাংলাদেশ যে জুলুমের অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে তা কি কারো বোঝার বাকী থাকে? যতদিন পর্যন্ত এ ধরনের জ্ঞানপাপী মন্ত্রী আমাদের দেশে থাকবে ততদিন পর্যন্ত যে আমাদের দেশ হত্যা সন্ত্রাসে ভরে যাবে আর দেশের কোন উন্নয়ন হবে না তা আজ দিবালোকের ন্যায় স্পষ্ট। কিছুক্ষন আগে চ্যানেল আই-তে খবর শুনছিলাম। একটা রিপোর্ট শুনতে গিয়ে দেখলাম আমাদের মহাজ্ঞানী(?) এ্যাডভোকেট কামরুল ইসলাম বিএনপির মমতাজ উদ্দিন আহমদ পুলিশ হেফাজতে মৃত্যুবরণ নিয়ে কিছু কথা বলেছেন যা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়ছে। কামরুল ইসলাম বলেছেন- মমতাজ উদ্দিন আহমদ অসুস্থ ছিলেন আর এই অবস্থায় হার্ডএ্যাটাক করে মারা যান। এটাকে অবলম্বন করে বিএনপি লাশের রাজনীতি করছে।

একজন অসুস্থ ব্যক্তি হাসপাতালে মারা যেতেই পারেন এটা নিয়ে যারা রাজনীতি করছেন তারা জ্ঞানপাপী! এখন আমাদের এই কামরুল ইসলামের কাছে আমার প্রশ্ন (যদিও তিনি এটা দেখতে বা শুনতে পারবেন না)- আপনি যদি এটাকে অসুস্থাবস্থায় হার্ডএ্যাটাক করে মৃত্যু বলে চালিয়ে দিয়ে নিজের দায়দায়িত্ব থেকে মুক্ত হতে চান, তাহলে গত কয়েকদিন আগে ইবনেসিনায় কোন এক কারনে নবজাতকের মৃত্যুর ঘটনায় আমাদের মন্ত্রীমহোদয়েরা সহ কোর্ট যে নাটক করলো তা কি তাদের "জ্ঞানপাপী"রই প্রকৃষ্ট উদাহরণ নয়। আইনজীবীর মৃত্যু "তেমন কোন ঘটনাই না" আর যেহেতু ইবনে সিনায় শিশু মারা গেছে সেহেতু সেটা "কোন অবস্থায় ক্ষমা না করে ডাক্তার সহ বোর্ডের সবাইকে গ্রেফতার করতে হবে" এই যদি হয় সরকারের আচরন তাহলে বাংলাদেশ যে জুলুমের অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে তা কি কারো বোঝার বাকী থাকে? যতদিন পর্যন্ত এ ধরনের জ্ঞানপাপী মন্ত্রী আমাদের দেশে থাকবে ততদিন পর্যন্ত যে আমাদের দেশ হত্যা সন্ত্রাসে ভরে যাবে আর দেশের কোন উন্নয়ন হবে না তা আজ দিবালোকের ন্যায় স্পষ্ট।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.