আমাদের কথা খুঁজে নিন

   

জ্ঞানপাপী অথবা দালালদের বিষয়ে সতর্ক থাকুন -

যুদ্ধাপরাধীর বিচার ও জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবী করছি জামাতের ভাড়াটিয়া টকশোর কথকহিসাবে পরিচিত আসিফ নজরুল একটা লেখায় বলছেন - ১৯৭২ সাল থেকে এই পর্যন্ত গোলাম আযমের নামে কোন মামলা হয়নি - এই লোক এক সময় শহীদ জননী জাহানার ইমামের স্নেহ ধন্য ছিলেন - কিভাবে এই লোক এতো বড় মিথ্যাচার করে ভাবতেও অবাক লাগে - গোলাম আযম তার কৃতকর্মের জন্যে সর্বোচ্চ শাস্তি হিসাবে বাংলাদেশের নাগরিকত্ব হারিয়েছিলো এবং দালাল আইন ১৯৭২ এ তার বিরুদ্ধে মামলা হয়েছিলো - যেখানে পলাতক হিসাবে তার বিরুদ্ধে এরেষ্ট ওয়ারেন্ট জারী হয়েছিলো। বাংলাদেশ দালাল (বিশেষ ট্রাইব্যুনাল) আইন ১৯৭২ (রাষ্ট্রপতি আদেশ নং-৮) - এর অধীনে অভিযুক্তদের তালিকা br /> নং ১১৩ অধ্যাপক গোলাম আজম পিতা- মওলানা গোলাম কবির গ্রাম- বীরগাঁও, থানা- নবীনগর, জেলা- কুমিল্লা এবং ১১৯, এলিফেন্ট রোডয, থানা- রমনা, জেলা- ঢাকা আদালত- মহকুমা ম্যাজিস্ট্রেট ব্রাহ্মণবাড়িয়া অথবা ঢাকা সদর (দক্ষিণ) এ ছাড়াও সেই সময় ১১ হাজার রাজাকার আলবদরের বিচার চলছিলো - সেখানে জামাতের আজকের সব নেতাই ছিলো। জেনে না না জেনে এই জ্ঞান পাপীরা বিভ্রান্তি ছড়ায় - জানি না। তবে এই ধরনের লোকজন থেকে সবাইকে সতর্ক থাকা দরকার। সূত্র - এখানে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.