আমাদের কথা খুঁজে নিন

   

জ্ঞানপাপী বুদ্ধিজীবীরা তত্ত্বাবধায়ক চায়: কামরুল

আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, ‘কয়েকজন “জ্ঞানপাপী বুদ্ধিজীবী” এবং বিএনপি-জামায়াত তত্ত্বাবধায়ক সরকার-ব্যবস্থার পুনর্বহাল চায়। এ ছাড়া আর কেউ তা চায় না। ’ আজ রোববার বিকেলে ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে তিনি এ কথা বলেন।
কামরুল ইসলাম বলেন, ‘জোর করে সিলমারা নির্বাচন আমরা করি না। সুতরাং তত্ত্বাবধায়ক সরকার-ব্যবস্থা আর কখনো আসবে না।

এক ঘণ্টার জন্যও কোনো অনির্বাচিত সরকার বাংলাদেশে পুনর্বহাল হবে না। ’ তিনি বিএনপির উদ্দেশে বলেন, ‘আপনারা নির্বাচনে না এলে আমও যাবে ছালাও যাবে। ’
আইন প্রতিমন্ত্রী বলেন, ‘পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে জয়ী হয়ে বিএনপি অতি খুশিতে দেউলিয়া হয়ে গেছে। গত সাড়ে চার বছর তারা তো অনেক আন্দোলন করেছে, সেগুলো মোকাবিলা করেই আমরা উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রেখেছি। তাদের এবারের আন্দোলনও মোকাবিলা করা হবে।


সভায় জাতীয় শোক দিবস উপলক্ষে ৩০ আগস্ট সোহরাওয়ার্দী উদ্যানে ‘শোক সমাবেশ’ করার সিদ্ধান্ত হয়। এ ছাড়া এই কর্মসূচি সফল করতে ২০ আগস্ট বেলা ১১টায় মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা করার সিদ্ধান্ত হয়। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.