আমাদের কথা খুঁজে নিন

   

থার্ড জেনারেশন প্রচারে নিষেধাজ্ঞা

তথ্য মন্ত্রণালয় আটকে দিলো ধারাবাহিকের প্রচার। সম্প্রতি তারা সংলাপে অশ্লীলতা, আপত্তিকর কস্টিউম, উদ্ভট পশ্চিমা ধারার কাহিনীর কারণে থার্ড জেনারেশন নামে একটি ধারাবাহিক নাটকের প্রচার নিষিদ্ধ করেছে। মন্ত্রণালয়ের বিশেষ সূত্রে জানা গেছে, থার্ড জেনারেশন নামে এ ধারাবাহিকটির চার পর্ব প্রচারের পর কিছু আপত্তিকর দৃশ্য নিয়ে দর্শক ও মিডিয়াপাড়ায় বিভিন্ন রকম আলোচনা ও সমালোচনা শুরু হয়। পরে তথ্য মন্ত্রণালয়ের নির্দেশে এ ধারাবাহিকটি প্রচার বন্ধ করে দেয়া হয়। এ ব্যাপারে এ নাটকের প্রদর্শক চ্যানেল টোয়েন্টিফোরের সাথে যোগাযোগ করা হলে থার্ড জেনারেশন নিয়ে তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

ধারাবাহিকটি প্রচার বন্ধ করে দেয়া প্রসঙ্গে নাটকটির পরিচালক সাইফুল ইসলাম মান্নু বলেন, ‘নাটকটি কী কারণে বন্ধ করে দেয়া হয়েছে জানি না। চ্যানেল টোয়েন্টিফোর আমাকে নাটকটি নির্মাণ করে দিতে বললে আমি করে দিই। এটি ১১ পর্ব বানিয়ে দিয়েছি। ’ থার্ড জেনারেশন যারা দেখেছেন তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। তরুণ প্রজন্মের অনেকেই এটাকে উপভোগ্য উল্লেখ করলেও অভিভাবক শ্রেণী নাটকটি দেখে নাখোশ।

তাদের অভিযোগ, এমন বিজাতীয় সংস্কৃতি আমাদের ছেলেমেয়েদের বিপথে যেতে সাহায্য করছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক নির্মাতা বলেন, থার্ড জেনারেশন আমিও দেখেছি। এ নাটকে যে কাহিনী, পোশাক, সংলাপ ব্যবহার করা হয়েছে তা টিভি নাটকে প্রচারের অনুপযোগী। এ ব্যাপারে আমাদের আরো মনোযোগী হওয়া উচিত। নাটকটি রাত ১২টার পর প্রচার হতো।

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারাহ রুমা, ভাবনা, জ্যোতিকা জ্যোতি, আজিজুল হাকিম, মনির খান শিমুল, মিতা নূর প্রমুখ সত্র: Behind the Scenery of Media & Society View this link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।