আমাদের কথা খুঁজে নিন

   

বটতলার উকিলের নতুন আবিস্কার "আহম্মেদের মৃত্যু নিয়ে রাজনীতির অভিযোগ কামরুলের"

বটতলার উকিলের নতুন আবিস্কার "আহম্মেদের মৃত্যু নিয়ে রাজনীতির অভিযোগ কামরুলের" rtnnঢাকা, ২৭ আগস্ট (আরটিএনএন ডটনেট)-- আইন প্রতিমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম(ওরফে বিশিষ্ট বটতলার উকিল ) অভিযোগ করেছেন, রাজনৈতিক ফায়দা লুটতেই একটি দল ও তাদের কতিপয় বুদ্ধিজীবী আইনজীবী এম ইউ আহম্মেদের লাশ নিয়ে রাজনীতি শুরু করেছে। শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন। কামরুল ইসলাম বলেন, আইনজীবী এম ইউ আহম্মেদ দীর্ঘদিন অসুস্থ ছিলেন। পুলিশের নির্যাতনে তার মৃত্যু হয়েছে- এমন দাবি তার আত্মীয়-স্বজনের পক্ষ থেকে করা হয়নি। অথচ এম ইউ আহম্মেদের লাশ নিয়ে একটি দল মিথ্যাচার শুরু করেছে।

বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ আইভি রহমানের ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ‘২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার চার্জশিটভুক্ত আসামিদের বিচার ও গ্রেপ্তার’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে যোগাযোগ ব্যবস্থায় জনদুর্ভোগ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, প্রত্যেকটা ঈদেই জনদুর্ভোগ হয়। ইতিপূর্বে হয়েছে, এখনো হচ্ছে। এটাকে কেন্দ্র করে শহীদ মিনারে ঈদ করতে চাচ্ছে কিছু বুদ্ধিজীবী। শহীদ মিনারে আন্দোলনকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, এক কাপড় পড়লেই গান্ধীজি বা আন্না হাজারে হওয়া যায় না।

মানুষের জন্য কাজও করতে হয়। গ্রেনেড হামলা মায়লায় ন্যায় বিচার পাওয়া যাবে না, খন্দাকার মাহবুবের এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, পারলে তারেককে দেশে এনে আইনের মোকাবিলা করুন। সংগঠনের সভাপতি ফয়েজুল্লাহ- এর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সংসদের হুইপ মুজিবুল হক মুজিব, পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসচিব ডা. কামরুল হাসান খান, এডভোকেট কাজী শাহানারা ইয়াসমিন প্রমুখ। আরটিএনএন ডটনেট/জেডকে/এএফ/এমআই_ ১২৫১ ঘ. ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.