আমাদের কথা খুঁজে নিন

   

একটা গান,বিচ্ছেদী গান,একটা বটতলার গান

সকাল আর আসেনা গোলাপ হয়ে ফোটেনা কিশোরীর হাতে

ছাইড়া দিয়া বন্ধুরে তুই চইলা গেলি কোন দ্যাশে পথে ঘাটে ঘুরি আমি পাগলের বেশে।। কত মানুষ দেখিরে পথে তোর দেখা না পাই তোরে ছাড়া ক্যামনে বাঁচি পুড়িয়া ছাই ছাই। বাদলা এমন দিনেরে বন্ধু মনে পড়ে তোরে হাত বাড়ায়া তোরে খুঁজি আমায় ভুললি কেমন করে?। তোর বিরহে কান্দে পরাণ আমি কাইন্দা জড়োজড়ো স্বপ্নেও ভাবি নাইরে বন্ধু আমায় দাগা দিবি এমনতরো। কোন্ বা সুখের লাইগারে বন্ধু ছাইড়া গেলি তুই আমায় (তোর লাগিয়া) ঘাটে ঘাটে ঘুইরা বন্ধু আমার জীবন হইল কামায়। জনে জনে জিঞ্জাসিয়া আমি তোর দেখা না পাই। ছাইড়া দিয়া বন্ধুরে তুই চইলা গেলি কোন দ্যাশে পথে ঘাটে ঘুরি আমি পাগলের বেশে।।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.