আমাদের কথা খুঁজে নিন

   

হিন্দি না জানলে সে ক্ষ্যাত, বর্তমানের অপ্রিয় সত্য কথা !!!

হি হি হি মোটা মাথার পাকিস্তানিরা আমাদেরকে মাথায় কাঁঠাল ভেঙে উর্দু ভাষা শেখাতে চেয়েছিল কিন্তু আমরা চাইনি, উর্দু ভাষা শিখতে না চাওয়ার কারনে আমাদের অনেক সংগ্রাম করতে হয়েছিল অনেক রক্ত দিতে হয়েছিল অবশেষে আমরা সফল হয়েছিলাম। বর্তমানে ইন্ডিয়া চায় আমরা তাদের হিন্দি ভাষা শিখি, তারা কিন্তু পাকিস্তানিদের মত আমাদের ওপর অত্যাচার করে ভাষা শিখতে বলেনি, তারা কোন জোর ও করেনি আমাদের, শুধু আমাদের সংস্কৃতির মধ্যে হিন্দি ভাষাটা ব্যাপক ভাবে ছড়িয়ে দিয়েছে, কারন তারা পাকিস্তানিদের মত মাথা মোটা না। ইন্ডিয়ানদের মাথার বুদ্ধি সুঁইয়ের চেয়েও চিকন, তারা জানে কিভাবে ভাষার বিস্তার করতে হবে এবং আজ তারা পুরোপুরি সফল। আজকাল বাংলাদেশে হিন্দি জানেনা এমন মানুষ পাওয়া বিরল, হিন্দি সিনেমা দেখেনা এমন মানুষ পাওয়া প্রায় অসম্ভব, আর হিন্দি সিরিয়াল দেখেনা এমন মেয়ে পাওয়া পুরাই অসম্ভব। সেদিন দেখলাম একটা মেয়ে একটা ছেলেকে বলছে, কি! তুমি হিন্দি জাননা, বর্তমানে হিন্দি জানেনা তারা ত পুরাই ক্ষেত, তুমি আজ থেকেই হিন্দি সিনেমা আর হিন্দি নাটক দেখে হিন্দি শেখা শুরু করবা বুঝছ? ! হায় সেলুকাস ! কোন দেশে বাস করছি আমরা, কেন বাংলা ভাষার প্রতি আজ আমাদের এই অবজ্ঞা। সালাম, রফিক, বরকতদের কথা কি ভুলে গেছি আমরা, মাইকেল মধুসুদন দত্ত শেষ কালে এসে তবুও বাংলা ভাষার মর্ম বুঝতে পেরেছিল কিন্তু আমরা বুঝব কবে, আমরা কি ভুলে গেছি একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় শুধু মাত্র আমাদের এই বাংলা ভাষার জন্য, আন্তর্জাতিক ভাষা ইংরেজির প্রতিও তো আমাদের এত ভালবাসা নেই জতটা হিন্দির প্রতি আছে, কেন হিন্দি ভাষার প্রতি আজ আমাদের এত দরদ? কেন কেন কেন???

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.