আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশী হয়ে কেন হিন্দি স্টেটাস দেব,হিন্দি টিভি সিরিয়াল দেখব ?



র্প্রিয় দেশবাসী, পাঠক বন্ধুরা, ভাই ও বোনেরা আর আদরের প্রিয়তমারা, আমরা বাংলাদেশী, আমরা হলাম সেই জাতি যারা ১৮৫৭ সালে যুদ্ধ করেছি ইংরেজদের বিরু্দ্ধে, আমরা সেই জাতি যারা ১৯৫২ তে ভাষার জন্য প্রাণ দিয়েছিলাম, ১৯৭১ এ ৩০ লাখ মানুষ আর ২ লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন দেশ, বাংলাদেশ। আমাদের ভাষা বাংলা, আমাদের মায়ের ভাষা বাংলা । কিন্তু, ফেসবুক এ আমরা প্রায়ই দেখতে পাই কিছু বেশী স্মার্ট পোলাপাইন হিন্দিতে এতোটাই এক্সপা্ট যে নিজেকে মনে হয় আদিম যুগের মানুষ যাই হোক, অনেকের [ইনফো]-তে এমন হিণ্দি লিখা থাকে যে বোঝার উপায় নাই উনি বাংলাদেশী নাকি ভারতীয় । কেন এমন অবস্থা হবে ? বাংলা কি পরদেশ থেকে এসেছে যে বাংলা বলতে লজ্জা লাগে ? বাংলা হল ইন্টারন্যশনাল ল্যান্গু্য়েজ, আর হিন্দি ??? ভাষার দিক থেকে হিন্দি আছে নবম অবস্থানে । বাংলা আছে চতুথ্` স্থানে ! কেন আমরা বাংলা রেখে হিন্দি ব্যবহার করব ?? আর কেন হিন্দি টিভি সিরিয়াল দেখব ??? ভারতে কি কেউ বাংলাদেশের টিভি দেখে ? তাদের দেশে বাংলাদেশের কোন চ্যানেল এলাউড ই নাহ । আর পোলাপাইন আজকাল যে হারে হিন্দি ল্যান্গু্য়েজ ব্যবহার করতেসে আমি চিন্তায় আছি বাংলা ভুলে যায় কি না ! অনেকেই বলে ভাষা জানলে সমস্যা কি ? কোন সমস্যা নাই তবে আমাদের দেখাও কোন মুম্বাইের পোলা বাংলা ল্যান্গু্য়েজ ব্যবহার করতেসে ? নাহ ! তো কেন আমরা হিন্দি ব্যবহার করব ? বলেন ? কেউ কেউ বলে, তোমরা যদি ইংলিশ ব্যবহার করতে পার আমরা কেন হিন্দি ব্যবহার করতে পারবো নাহ ?? আরেহহ, ইংলিশ হল ইন্টারন্যশনাল ল্যান্গু্য়েজ, আর হিন্দি ??? শিট ম্যান ! কই রাজরাণী আর কই *তমা*নি ! আসলে, বাড়ির গরু বাড়ির ঘাস খায় নাহ আর, দাঁত থাকতে দাঁতের দাম যে কতখানি তা বোঝা যায় নাহ ! স্বাধীন দেশে জন্ম নিয়েছ তাই বাংলা কে সম্মান দিতেছ নাহ। মনে রাইখ, বাংলার জন্যই কি্ন্ত বাংলাদেশের মানুষ প্রাণ দিয়েছিল । ভাষার জন্য আর কোন দেশের মানুষ প্রাণ দেয় নাই ।একমা্এ বাংলাদেশীরাই ভাষার জন্য প্রাণ দিয়েছিল তাই, নিজের ভাষাকে সম্মান কর ! হিন্দি ব্যবহার কর নাহ ! নিজের সম্মান নিজে আগলে রাখ ! ভাষা নিজের মায়ের মতই, যথাযথ সম্মান দাও ! হিন্দি ব্যবহার করে আর বাংলাকে খাটো কর নাহ দয়া করে। বি: দ্র: এটা আমার প্রথম ব্লগ ! ভুল ভ্রান্থি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ! বাংলাদেশ তুমি অপরাজেও !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.