আমাদের কথা খুঁজে নিন

   

হিন্দি শেখানোর ছলে!

একসময় প্রেমের কারণেই আলোচনায় এসেছিল সালমান-ব্রুনার নাম। সম্প্রতি আবার আলোচনায় এ জুটি। তবে এবারের আলোচনার বিষয় বিদেশিনি ব্রুনাকে কেন হিন্দি শেখাচ্ছেন সালমান। অবশ্য হিন্দি শেখানোটা যে ছল, তা সংবাদমাধ্যমগুলোর বিভিন্ন খবরে নানাভাবেই উঠে এসেছে।
রীতিমতো মাস্টারিই করছেন সালমান।

সাবেক প্রেমিকা ব্রুনা আবদুুল্লাহকে খেটেখুটে হিন্দি শেখাচ্ছেন ‘বিগহার্ট লাভার বয়’ সালমান খান। সম্প্রতি ‘মেন্টাল’ ছবিতে অভিনয়ের ডাক পেয়েছেন বিদেশিনি ব্রুনা। এ ছবিতে হিন্দি ভাষায় কথা বলতে হবে তাঁকে, আর এ সুযোগ হাতছাড়া করেননি খান সাহেব। সাবেক প্রেমিকাকে হিন্দি শেখানোর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে জিনিউজ জানিয়েছে, সম্প্রতি ‘মেন্টাল’ ছবির ছোট একটি চরিত্রে অভিনয়ের প্রস্তাব পান ব্রুনা।

ছবির পরিচালক সোহেল খানের কাছ থেকে প্রস্তাবটি পাওয়ার সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যান তিনি। ছবির চরিত্রটি তেমন গুরুত্বপূর্ণ না হলেও সালমানের সঙ্গে অভিনয়ের সুযোগ হাতছাড়া করতে চাননি বলে কোনো কিছু না ভেবেই প্রস্তাবে ইতিবাচক সাড়া দেন ব্রুনা।
শুরুতে ব্রুনাকে হিন্দি শেখানোর দায়িত্ব নিয়েছিলেন ভাষা-প্রশিক্ষক উজালা। পরে হিন্দি রপ্ত করাতে সাবেক প্রেমিকার সাহায্যে এগিয়ে আসেন সালমান। তাঁর সহায়তায় এখন বেশ দ্রুতই হিন্দি শিখছেন ব্রুনা।

এ প্রসঙ্গে ব্রুনার ভাষ্য, ‘সব প্রস্তুতি নিয়ে যখনই আমরা ক্যামেরার সামনে দাঁড়াই, তখনই নতুন ভাবনা উঁকি দেয় সালমানের মাথায়। তাঁর পরামর্শে পরিবর্তন আনা হয় দৃশ্যে। ফলে সংলাপও পাল্টে যায়। তখন আবার নতুন করে সংলাপ আত্মস্থ করতে হয় আমার। এ জন্য বারবার মহড়া দিতে হয় আমাকে।


ব্রুনা আরও বলেন, ‘শুরুতে বিষয়টি আমার জন্য বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু সালমানের সাহায্য পাওয়ার পর এখন আর তেমন একটা সমস্যা হচ্ছে না। আগের চেয়ে আমার আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে গেছে। এখন কারও সাহায্য না নিয়ে নিজেই আমার সংলাপগুলো ডাবিং করতে পারছি। ’
ক্যাটরিনা কাইফের সঙ্গে বিচ্ছেদের পর সালমানের প্রেমিকা হিসেবে উচ্চারিত হয় মডেল ও অভিনেত্রী ব্রুনা আবদুল্লাহর নাম।

ব্রুনার বাবা একজন আরব এবং মা ব্রাজিলীয়। ২০০৭ সালে মুক্তি পাওয়া অনুভব সিনহার ‘ক্যাশ’ ছবির ‘রহম করে’ আইটেম গানে অংশ নিয়ে ভারতীয় দর্শকদের নজর কেড়েছিলেন ব্রুনা। পরবর্তী সময়ে ইমরান খানের সঙ্গে ‘আই হেট লাভ স্টোরি’ ছবিতে অভিনয় করেন। সর্বশেষ ২০১১ সালে মুক্তি পাওয়া ‘দেশি বয়েজ’ ছবির ‘সুবহা হোনে না দে’ আইটেম গানে দেখা গিয়েছিল তাঁকে।
এদিকে, ‘মেন্টাল’ ছবির একটি অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে সামান্য আহত হয়েছেন সালমান খান।

গতকাল বিকেলে শুটিং করার সময় তাঁর পায়ের গোড়ালি মচকে যায়। ডান পায়ের আঙুলেও আঘাত পেয়েছেন তিনি। এই দুর্ঘটনার পর ছবির শুটিং বন্ধ করে দেওয়া হয়। তাঁর আহত হওয়ার খবরে উদ্বিগ্ন ভক্তদের উদ্দেশে এক টুইটার বার্তায় সালমান লিখেছেন, ‘বন্ধুরা, সালমান খান আহত হয়নি। দৌড়াতে গিয়ে পায়ে সামান্য চোট লেগেছে মাত্র।

আমি ঠিক আছি। কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছি। ’
২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত ব্যবসাসফল তেলেগু ছবি ‘স্তালিন’-এর রিমেক হিসেবে নির্মিত হচ্ছে ‘মেন্টাল’। সোহেল খান প্রোডাকশনের ব্যানারে নির্মিতব্য ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন সালমান খান। অন্যান্য চরিত্রে রয়েছেন সানা খান, ডেইজি শাহ, আদিত্য পাঞ্চোলি, টাবু, মুকুল দেব প্রমুখ।

ছবিটি মুক্তি পাবে ২০১৪ সালের ২৪ জানুয়ারি। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.