আমাদের কথা খুঁজে নিন

   

মোবাইল কিনতে গিয়া মাথা নষ্ট! স্যামসং, এইচটিসি না সনিএরিকসন? কোনডা কিনমু?

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে এনড্রয়েড অপারেটিং চাইতেছি। কারণটা হইলো......বুঝতাছি না কেনো! সবাই কয় এনড্রয়েড ইজ বেস্ট তাই। তবে আমার যা লাগবে তা হলো: ১. বেশীক্ষণ চার্জ থাকতে হবে ২. বাংলা ফণ্ট দেখা যাইতে হবে এবং যেনো লিখতে পারি ৩. হ্যান্ডি - পকেটে ফুরুত কইরা ঢুকানো যাইবে। নো মোবাইলকেস, ঐসব ফালতু জিনিস ব্যবহার করতে চাইনা, এসব ছাড়াই যেনো পকেটে ঢুকানো যায়। ৪. চাইতেছি পরিষ্কার কথা শোনার গ্যারান্টি। হ্যালো হ্যালো করতে করতে গলা যেনো না ফাটানো লাগে। ৫. ক্যামেরাটায় ছবি যেনো ফাডা ফাডা না আসে ৬. স্ক্রাচ না পড়তে পারে এমন স্ক্রিন চাই ৭. দাম বিশের আশেপাশে কেউ কি আছেন আমারে কইতে পারেন, স্যামসং না এসটিসি না সনি এরিকসন কোনটা ঐসব জিনিস ভালো আছে! প্লীজজজজজজজজজজজজজজজজজজজজজজজজজজ!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.