আমাদের কথা খুঁজে নিন

   

আমি আসলে বিড়াল না, রয়েল বেঙ্গল টাইগার!

একটি পুরনো চুটকি : নিউ ইয়র্কে বিড়ালদের মধ্যে কুস্তি প্রতিযোগিতা হচ্ছে। সেখানে বাংলাদেশি বিড়াল চীনের নাদুস নুদুস বিড়ালকে এক ধাক্কা দিয়ে বৃত্তাগার দাগের বাইরে ফেলে দিল। এরপর এলো রাশিয়ার সাদা লোমের দুর্দান্ত এক হিংস্র বিড়াল। এইবার বুঝি বাংলাদেশি বিড়ালের মরনদশা হয়! না তাও হলো না। ওকেও দু থাবা মেরে ফেলে দিল বাংলাদেশি বিড়াল।

সবশেষে মার্কিন বিড়ালের পালা। ওরা কয়েক বছর ধরে ব্যাপক পুষ্টিকর খাবার দাবারের পাশাপাশি কুস্তির কলাকৌশলও শিখিয়েছে তাদের বিড়ালকে। কিন্তু কুস্তি লাগার পর একি দৃশ্য?! বাংলাদেশি বিড়াল যুক্তরাষ্ট্রের বিড়ালটিকে শুন্যে তুলে কয়েকবার ঘুরানোর পর দুরে ছুড়ে ফেলে দিল। স্বর্ণপদক মিললো বাংলাদেশি বিড়ালের। উনি ঢাকাগামী প্লেনে উঠলেন।

প্লেনে বসে এক অতি উৎসাহী বাঙ্গালি তাকে জিজ্ঞাস করলো : বিড়াল মামা, আপনার সাফল্যের রহস্যটি কি বলুনতো। আমাদের ছেলেরা কোন খেলাধুলাতেই যখন সফল নয়, বারবার হারার পরও যখন হার থেকে শিক্ষা নেন না, বারবারই যখন স্লিপে ক্যাচ দেন, বারবারই যখন টেস্ট খেলতে গিয়ে ওয়ানডে স্টাইলে এবং ওয়ানডে খেলতে গিয়ে টেস্ট স্টাইলে ব্যাট চালান..... তখন আপনি কীভাবে বাংলাদেশি বিড়াল হয়ে এতগুলো তাগড়া বিদেশি বিড়ালকে হারালেন? এবার তিনি মুচকি হেসে বললেন, আমি তো বিড়াল না, রয়েল বেঙ্গল টাইগার। না খেতে খেতে শুকিয়ে বিড়াল সদৃশ হয়েছি। তাই বলে বাঘের স্বভাব তো আর যায়নি!!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.