আমাদের কথা খুঁজে নিন

   

আসলে কি???

আমার এই জীবন কাঁথায় গেথে চলেছি অনবরত নানান রঙের স্বপ্ন

আমার দেশ কি গণতান্ত্রিকদেশ নাকি প্রজাতান্ত্রিক?? আসলে আমার যা মনে হয় ভোট দেয়া পর্যন্ত গণতান্ত্রিক আর তারপরে প্রজাতান্ত্রিক ।আমি যদিওবা গণতান্ত্রিকদেশ পছন্দ করি.... কিন্তু আমদের দেশ স্রেফ নামেই । আমদের দেশের বেশির ভাগ মানুষই সুশিক্ষিত নয়,আর তাদের কাছ থেকে বোকার মত লোভ দিখিয়ে ভোট দেওয়া হয়,তো ভোট দেয়া পর্যন্তও কি গণতান্ত্রিক থাকা উচিত?? তারপর আসুন,আমরা কয়জন মানুষ আসলেই দেশপ্রেমেক আর ঈমানদার ?? আজো দেখবেন,সি.এন.জি ওয়ালা যদি দেখে একটা মেয়ে অসহায়ের মতো সি.এন.জি খোজচ্ছে তো কথায় নাই,২০/৩০ যা পার বেশী চাও......আমরা সবাই সুযোগ সন্ধানী,স্বার্থপর । বেশি কথা বলি,বুঝি কম । আরো একটা ব্যাপার আমাকে প্রচন্ড ধাক্কা দেয়,আমাদের দেশে বেশীর ভাগ মানুষ বিত্তবান আর একদম দরিদ্র.... সেই ধনীমানুষগুলো যদি তাদের স্রেফ যাকাত ঠিক মত এবং সঠিক ভাবে আদায় করে তাহলে কি থাকে এই অবস্থা??শুধু ধনীরা নয় আমরা সকলে, যাদের উপর যাকাত ফরজ । এখন যাকাত দেয়া মানে নয়,হাজার হাজার শাড়ি কিনে ধাক্কাধাক্কি আর দেখেয়ে দেওয়া।ওটা জাস্ট সবাই দেখবেই,আসল কাজ হবে না। আমি বলছি ধরুন, আপনার যাকাত হয়েছে ৫০০০০টাকা । এই টাকা যদি আপনে একজন অথবা দুইজনকে দেন,তবে সেই মানুষটি একটা ব্যবসা খুলে তার আর্থিক অবস্থার উন্নতি করতে পারে।এটা কি তার জন্য একটা শাড়ি থেকে ভাল না??? যাহোক পিচ্চি একটা মেয়ে হয়ে অনেক কিছু মনে হয় বলে ফেলেছি ...


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.