আমাদের কথা খুঁজে নিন

   

আসলে কি তাই

জ্ািননা

লিখতে বোসেছি,সমালোচক হিসেবে নয়।কারণ আমিই তো সমালোচনার উর্ধ্বে নই ।আপনাদের সাথে দৈনন্দিন জীবনের চলার পথে জমে যাওয়া কিছু বিষয় নিয়ে আলোচন করতে চাই। আপনারাও বলুন না,আমার ভাবনাগুলো কতটুকু যৌতিক? প্রথমত ঃআমরা উদার হয়ে বলি....."পাপকে ঘৃণা কর পাপিকে নয়"অথচ আমার বন্ধু,প্রতিবেশী,আত্নিয়,কিংবা পরিচিতজন যখনজীবনের চলার পথে কোন ভুল করে বসে,তখন সেই মানব অথবা মানবীকে নিয়ে আমাদের কঠু চিন্তার অভাব থাকেনা।আর তাকে দেখলে এিড়য়ে চলি অথবা এমনভাব করি,যেন সে একটা নিকৃষ্ট জীব। তখন সেই মানব অথবা মানবীটির মানসিক অবস্হাটা ভেবেছেন?সে নিজেকে কোন্‌ পর্যায়ে নিয়ে যায়?তার আপরাধের ধরণ অনুযায়ী...হয় সে নিজের মানসিক ভারসাম্য হারায়,নিজেকে পরিবার,সমাজের বোঝা ভাবে অথবা নিজের ক্ষতি করে বোঝাই হয়ে যায়!অথবা বিবেকের মৃত্যু ঘটিয়ে একই অপরাধের পূণরাবৃিও ঘটায়। আমরা কি এটাই চাই?যদি না চাই তাহলে কি তাদের পাশে আমাদের দাড়ানো উচিত?আর না দাড়াতে পারলেও কুধারণা করা থেকে বিরত থাকতে পারি তো?


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.