আমাদের কথা খুঁজে নিন

   

­­­আসলে একজন মন্ত্রী ওবায়দুল কাদের এরকম মন্ত্রীর আসলে দেশের জন্য বড় দরকার

কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সড়ক পরিদর্শনে এসে সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলীদের প্রতি বিষোদগার করলেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রবিউল আলমকে লক্ষ্য করে যোগাযোগমন্ত্রী বলেন, ‘সড়ক মেরামত না করেই তুমি মিথ্যা রিপোর্ট দিয়েছ। ঢাকায় পাঠানো রিপোর্টের সঙ্গে এখানকার সড়কের বাস্তব চিত্রের কোনো মিল নেই। ইউ আর এ ফ্রড, চিট অ্যান্ড লায়ার, ডোন্ট লাই। ’ আজ বুধবার বিকেলে মন্ত্রী কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সড়ক পরিদর্শনের সময় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মহিউদ্দিন নগরের বেইলি সেতুতে দাঁড়িয়ে সড়ক ও সেতুগুলোর অবস্থা নিয়ে তাঁর ক্ষোভ প্রকাশ করেন।

এ সময় তিনি তাত্ক্ষণিক নির্বাহী প্রকৌশলী রবিউল আলমসহ সড়ক ও জনপথ বিভাগের কুমিল্লা সার্কেলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী রাজ খান ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী রুহুল আমিনকে কারণ দর্শানোর জন্য তাঁর সঙ্গে থাকা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফরিদ উদ্দিন আহমেদকে নির্দেশ দেন। ওবায়দুল কাদের সড়কটির বেহাল অবস্থা দেখে ক্ষুব্ধ হয়ে প্রকৌশলীদের প্রতি বিষোদগার করে বলেন, ‘এই রাস্তায় মেরামতের কোনো চিহ্নও নেই। তোমরা কী মেরামত করেছ? মেরামতের জন্য বরাদ্দ করা এতগুলো টাকা গেল কোথায়? এটা কোনো রাস্তা হলো। এটা কি ঢাকা-চট্টগ্রামের বিকল্প রাস্তা হতে পারে?’ এ সময় মন্ত্রীর সঙ্গে স্থানীয় সাংসদ র আ ম ওবায়দুল মোকতাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদার, পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ও পৌর মেয়র মো. হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘এই বেহাল রাস্তা ঢাকা-চট্টগ্রামের বিকল্প রাস্তা হতে পারে না।

এটি অতিরিক্ত যানবাহনের লোড নিতে পারবে না। এ রাস্তা ঠিক রাখতে অতিরিক্ত কর্মী নিয়োগ করা হবে। ’  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.