আমাদের কথা খুঁজে নিন

   

জামাই

মানুষ স্বভাবতই একা বাস করতে পারে না। সমাজ-সংস্কৃতিকে যত টুকু মানুষ প্রাধান্য দেয় তারচেয়ে এক জন বন্ধুকে প্রধান্য বেশি দেয়। বন্ধু ছাড়া জিবন অচল। আর এ বন্ধুকে কিভাবে নির্বাচন করবেন? আর এ বন্ধুই বা কত কাল স্থায়ী হবে তার কোন নিশ্চয়তা নেই। আপনি যদি ছেলে হন তাহলে আপনার প্রিয় বন্ধুটি হবে একজন মেয়ে মানুষ।

সেই মেয়ে মানুষটি যখন আপনার ঘরনী হয়ে ঘরে আসবে ঠিক তখনই সে হবে আপনার প্রিয় বন্ধু। তাকে ঘিরে অনেক স্বপ্ন দেখতে থাকেন। সেই স্বপ্নের মাঝে এসে গেছে একটি ফুটফুটে সুন্দরী মেয়ে। ব্যাস এখন আপনার স্বপ্ন পুরনের পালা। মেয়েকে তিলেতিলে বড় করলেন আদর যত্নের মাঝে।

কিন্তু এখন বিয়ে দিবেন, দরকার একটি সুন্দর আদর্শবান পাত্র। যাকে আপনি জামাই করবেন। নিজের সকল হাসি-খুশিকে অন্য একটি ছেলের কাছে তুলে দিয়ে জামাই বানাবেন। কিন্তু এ জামাই এর আক্ষরিক অর্থ কি? তা জেনে নেয়া টা জরুরী। জামাই শব্দটি ভাংলে যা হয় তা হলঃ জা = জান = জীবন, একটি সুন্দর জীবন থাকবে, সে তা রক্ষা করতে পারবে কি না? মা = মান, সে কতটুকু মান-সম্মান বজায় রাখবে সে টুকু খেয়াল রাখতে হবে ই = ইজ্জত , যাকে আমি জামাই করবো সে আমার মেয়ের ইজ্জত যথাযথ মর্যাদা দিতে পারবে কিনা সেটি যাচাই করা উচিৎ।

এসব বিষয় খেয়াল রেখে নিজের মেয়েকে অন্যের হাতে তুলে দেয়া একান্তভাবে কর্তব্য। আজ আর নয়। নতুন লেখা নিয়ে আবার আমি হাজির হব ইনশা আল্লাহ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।