আমাদের কথা খুঁজে নিন

   

জামাই খোঁজা

আমি কি আর সাধে রাগি
সখি ওরে বোঝা
এমন দেরি সইতে নারি
বলে দিচ্ছি সোজা ।

ভোরবেলাতে আসতে চেয়ে
আসে দুপুরে
কি করি বল আমি তখন
নাইতে পুকুরে ।

বাড়ির শাসন বিরাট কড়া
ভাইজি ঘোরে পিছে
ভাবির চোখ বুঝে ফ্যালে
একটু বললেই মিছে ।

ভাইয়া ওরে দেখতে নারে
বাপ যে ভীষণ রাগি
তাইতো শুধু নিশুত রাতে
তারতরেতে জাগি ।

তখন যদি আসতো ও
তবু ও তো চলতো
আন্ধার নাকি ভয় পায়
ক্যামন লাগে বলতো?

এতো ই যদি ডর লাগে তোর
কেনই করিস প্রীতি
এমন করলে ফেলবো মুছে
তোর সকল স্মৃতি।

সখি ওরে সময় নিয়ে
সময় দিয়ে বুঝা
নইলে আমি শুরু করবো
আমার জামাই খোঁজা ।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।