আমাদের কথা খুঁজে নিন

   

মানুষের হৃদয়ে এত ভালোবাসা কেন?

এসো নীপবনে মানুষের হৃদয়ে এত ভালোবাসা কেন ? এইটুকুন ছোট্ট একটা হৃদয়ে কত ভালোবাস রাখা যায়? এইটুকুন ছোট্ট একটা হৃদয় থেকে কত ভালোবাসা বিলানো যায়? পাহাড়, সাগর, পাখি, নদী, আকাশ চাঁদ, তারা, ঘাস, ফুল, গন্ধ, বাতাস সব নিয়ে লেখা শেষ হলেও শুধু ভালোবাসা নিয়ে লেখা যায়। দিন শেষে, রাত্রি শেষে, সময় শেষে শুধু ভালোবাসার গল্প থেকে যায়। স্মৃতি থেকে মুছে যায় সব নিষাদ, থেকে যায় শুধু ভালোবাসার আহ্লাদ। হাটতে হাটতে এক সময় ক্লান্ত হয় পথিক উড়তে উড়তে ক্লান্ত হয়ে ফিরে আসে পাখি নীড়ে দিন ও তার ক্লান্তি লুকোয় রাত্রির কোলে তবু দেখ, ভালোবাসতে বাসতে ক্লান্তি লাগে না। মানুষের হৃদয়ে এত ভালোবাসা কেন! ছোট্ট এইটুকুন একটা হৃদয়ে কত ভালোবাস রাখা যায়! ছোট্ট এইটুকুন একটা হৃদয় থেকে কত ভালোবাসা বিলানো যায়!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.