আমাদের কথা খুঁজে নিন

   

একটি ছোট্র ভাবনা

আজকের ভোরে সূর্যদয় দেখেছি, আগামীকাল আরেকটি সূর্যদয় দেখার আশায়। ক্লাস নাইন টেনে পড়ার সময় একটা সারাংশ পড়েছিলাম। অনেকেই হয়তো পড়েছেন। সারাংশটা এরকম- আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে অর্থের বা বিত্তের উপর নির্ভরশীল। লোভ ও লাভের দুর্নিবার গতি কেবল আগে যাবার নেশায় লক্ষ্যহীন প্রচন্ড বেগে শুধু আত্নবিনাশের পথে এগিয়ে চলেছে।

মানুষ যদি এই মূঢ়তাকে জয় করতে না পারে তবে মনুষ্যত্ব কথাটাই হয়ত লোপ পেয়ে যাবে। মানুষের জীবন আজ এমন পর্যায়ে এসে পৌছেছে যেখান থেকে আর হয়তো নামবার উপায় নেই,এবার উঠবার সিড়িটা না খুঁজলেই নয়। উঠবার সিঁড়িটা না খুঁজে পেলে আমাদেও আত্নবিনাশের পথ যে অনিবার্য সে বিষয়ে কোন সন্দেহ থাকে না। এই সারাংশটা আজ হঠাৎ চোখে পড়ল। একটা চিন্তা তখনই এই ক্ষুদ্র মাথায় উদয় হল।

আমরা বাংলাদেশীরা বোধ হয় উপরে উঠার সিড়িটা না খুঁজে পেছনের দেয়ালটাকেই ভাঙার চেষ্টা করছি। কবে আমরা উপরে উঠার সিঁড়িটাই পা রাখব? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.