আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্ন দেখবেন কেন ??? কেন স্বপ্ন দেখা জরুরী !!

আমাদের যে বর্তমান প্ররিস্থিতি , সিটি কলেজের আরও এক বোনকে হারাল তার পরিবার। এক মা তার চার সন্তান নিয়ে ট্রেনের নিচে ঝাপ দিয়েছেন। এক কোচিং সেন্টারে একজন শিশুকে মোটরসাইকেল এর জন্য জবাই করা হয়েছে। আমাদের মন্ত্রিরা গরু ছাগল। তারেক মিশুক মুনিরের অসংখ্য সুন্দর এবং স্বপ্নশীল অনেক প্রযোজনা আমরা হারিয়েছি।

এর পরে কি আর মাথা ঠিক থাকে??? মনে হয় আমাদের তো কিছুই নাই? আরে যেখানে আমদের মন্ত্রীরা গরু ছাগল , আমরা কোথায় যাব?? এভাবে চললে অচিরেই বাংলাদেশ , বাংলা ভাষা, বাংলার টাইগার মানুষ, আমাদের বিভিন্ন সময়ে অর্জন- নোবেল বিজয়, একাত্তরের বিজয়, ভাষা আন্দোলনের বিজয়. ইত্যাদি সহ আরও সকল কিছুই তো লুটপাট হয়ে যাবে। তখন এই দেশে যে সাহসী টাইগার, ভাল মানুষদের যে বাস ছিল তাই তো প্রশ্নের সম্মুখীন হবে। আর হতাশ হয়ে লাভ নেই। কারন এর মধ্যেই আপনাকে আমাকে বেচে থাকতে হবে, দেখতে হবে স্বপ্ন , নতুন দিনের। যে দিন থাকবে না কোন অন্যায় অনিয়ম।

আমরা হব একে অপরের তরে। আমরা সকলেই যোগ্য নাগরিক হওয়ার স্বপ্ন দেখি আসুন। নিজেদের অধিকার বুঝে নিতে শিখি। আসুন স্বপ্ন দেখি সেই আগামির। আর স্বপ্ন না দেখলে তা বাস্তব হবে কি করে ???????? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.