আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্ন দেখুক বাংলাদেশঃ দেশের শীর্ষ কয়েকজন টেকনলজী এক্সপার্ট

কাঁচাপাকা রাস্তার ঠিক মাঝামাঝি, সাইকেলে বসে ছিল নৌকার মাঝি। “টেকি” খুবই ছোট এবং বাংলাদেশে বহুল ব্যবহৃত একটি শব্দ । আমাদের দেশে অনেকেই দুই-একটি টেকনোলজি বিষয়ক ব্লগপোষ্ট লিখেই টেকি হিসেবে জনপ্রিয়তা পেয়ে যায় । আবার অনেকে CSEতে অনার্স মাষ্টার্স করে সারা জীবন প্রযুক্তি নিয়ে পড়ে থাকলেও সেই স্থানে পৌছাতে পারে না। এই পোষ্টে বাংলাদেশের সেরা কয়েকজন টেক-প্রফেশনালদের নিয়ে আলোচনা করা হবে ।

বলাবাহুল্য সবাই নিজ নিজ ক্ষেত্রে বিশেষ কিছু করে দেখিয়েছেন । এরা সবাই ভিন্ন ভিন্ন ক্ষেত্রের মানুষ । এই পোষ্টটি লেখার পিছের অন্যতম কারণ, বাংলাদেশের টেক জগতে এক বিরাট অস্থিরতা বিরাজ করছে । কেউ ব্লগিং, কেউ ফ্রিল্যান্সিং, কেউ কোডিং, কেউবা শুধু PTC নিয়েই পড়ে আছে। এই পোষ্ট দেয়ার উদ্দেশ্য হচ্ছে কিছু মানুষকে বিরাট এই প্রজন্মের আইডল বা আনুসরণীয় পাত্র হিসেবে দাড় করানো ।

হতে পারে তাদের জীবন থেকে শিক্ষা নিয়ে অনেকেই খুজে পাবে আলোর দিশা । অমি আজাদ – Developer Evangelist , মাইক্রোসফট বাংলাদেশ “অমি আজাদ” টেকি দুনিয়ার অতি পরিচিত একটি নাম । একবিংশ শতাব্দীর শুরু দিকে একুশে থেকে একটি বাংলা ফন্ট মুক্তি দেয়ার মাধ্যমে আলোচনায় আসেন তিনি । তার ক্যারিয়ারের লিস্টটি একটু বেশীই লম্বা । সাংবাদিক, ফ্রিল্যান্সার, ওয়েব ডিজাইনারসহ নানান কাজের অভিজ্ঞতা আছে তার ঝুলিতে ।

মাইক্রোসফট তার অবদানের জন্য একাধিকবার MVP (Most Valuable Professional) পুরস্কারে ভূষিত করেছে । বর্তমানে মাইক্রোসফটের Developer Evangelist (Evangelist= প্রচারক) রূপে কাজ করে যাচ্ছেন । ব্যাংলা লেখার ফ্রি কি বোর্ড লে আউট তৈরীতে অমি আজাদের ভূমিকা রয়েছে। রাগিব হাসান – Assistant Research Scientist, Johns Hopkins University রাগিব হাসান কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন । রাগিব হাসান বাংলাদেশের অনেক ছাত্রের স্বপ্ন পূরণ করে দেখিয়েছেন ।

এই বুয়েট এলামনাই নিজের ইন্টার্ণশীপ সম্পন্ন করেছেন টেকি জায়ান্ট গুগলে ! গুগলে অবস্থানকালের তার অভিজ্ঞতাগুলো ব্লগে লিখে তিনি অনেকেরই কল্পনার সীমা বাড়িয়ে দিয়েছেন । তিনি বাংলা উইকিপিডিয়ায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং প্রশাসকের দায়িত্বও পালন করেছেন । জাওয়েদ করিম – সহপ্রতিষ্ঠাতা, ইউটিউব কল্পনা করা যায় বাংলাদেশের বংশউদ্ভুদ্ব কেউ ইউটিউবের পরিকল্পনা ও তৈরীকারী হতে পারেন ? সেই কল্পনাতীত কাজই বহু বছর আগে সত্যি করে ফেলেছেন জাওয়েদ করিম । ৩১ বছর বয়সী এই প্রোগ্রামার Paypal এর শুরু দিককার ইন্জিনিয়ার ছিলেন । Paypal র মূল কাঠামোর অনেক কিছুই তার ডিজাইন করা ।

বর্তমানে তিনি নতুন ভেন্চার Youniversity Ventures নিয়ে ব্যস্ত আছেন । হাসিন হায়দার – উদ্দ্যোগক্তা, Leevio পিএইচপি ডেভেলপারদের গুরু হাসিন হায়দার সিভিল ইন্জিনিয়ার হলেও পিএইচপি প্রোগ্রামিংকেই নিজের ক্যারিয়ার হিসেবে নিয়েছেন । তিনি একজন সফল উদ্দ্যগতাও (Entrepreneur) বটে । তার প্রতিষ্ঠানের তৈরী করা ফেসবুক পেজ ডিজাইনিং এপ্লিকেশন Miproappsআন্তজার্তিক বাজারে বেশ সাড়া ফেলেছে । বাংলা লেখার ফ্রি কিবোর্ড লে আউটের প্রধান কান্ডারী হাসিন হায়দার।

মুনির হাসান – BDOSN গণিত অলিম্পিয়াডের জন্য বিশেষভাবে পরিচত হলেও দেশের প্রযুক্তিখাতে তার অবদান অস্বীকার করার মত নয় । বেশ কয়েক বছর আগে থেকেই বাংলাদেশ ওপেনসোর্স নেটওয়ার্কের গড়ার মাধ্যমে দেশে মুক্ত সফটওয়্যার আন্দোলনকে নতুন প্রাণ শক্তি প্রদান করেন। বিভিন্ন ইউনিভার্সিটিতে ওপেনসোর্স নেটওয়ার্ক খোলা, সেমিনার আয়োজনের মাধ্যমে মুক্ত সফটওয়্যারের প্রতি আগ্রহ সৃষ্টিতে বিশেষ ভূমিকা রেখে চলেছেন । বর্তমানে বিভিন্ন বড়-ছোট শহরের তরুণদের ফ্রিল্যান্সিংয়ের উপর সেমিনার আয়োজন করে থাকেন । মেহেদী হাসান খান – প্রতিষ্ঠাতা, অমিক্রন ল্যাব এই পোষ্টটি হয়তবা লেখা হতো না যদি না একজন স্বপ্নবাজ বাংলা লেখার মুক্ত পদ্ধতির কথা ভাবতেন ।

মেহেদী হাসান খানই জনপ্রিয়ইউনিকোডভিত্তিক বাংলা লেখার টুল অভ্রুর পেছনের মানুষ । মেডিকেল স্টুডেন্ট এই ডেভেলপার একটু আড়ালে থাকতেই পছন্দ করেন । ওমর আল জাবির তিনি মাইক্রোসফটের MVP (Most Valuable Professional) পুরষ্কারপ্রাপ্ত প্রথম বাংলাদেশী। এই পুরষ্কারটি তিনি ৬ বার পেয়েছেন। এছাড়াও তিনি pageflakes.com এ জন্য সেরা ওয়েবসাইট নির্বাচন করে দেয়ায় Golden Web পুরষ্কার পান।

টেকনলজী বিষয়ে তিনি লেখালেখি করছেন নিজের ব্লগে যা যথেষ্টই জনপ্রিয়। তার বই O’Reilly থেকে প্রকাশিত হয়। তিনি সামহোয়্যার ইন নেট এর প্রধান সমন্বায়কদের মধ্যে একজন ছিলেন। বর্তমানে তিনি বৃটিশ টেলিকমে প্রধান আর্কিটেক্ট হিসেবে কর্মরত আছেন। মজার ব্যাপার হচ্ছে এদের বেশীরই ভাগই প্রাতিষ্ঠানিকভাবে প্রযুক্তি নিয়ে পড়াশোনা করেননি ।

নিজের ইচ্ছা থাকলে আর পর্যাপ্ত পরিশ্রম দিলে কোন কিছুই যে অসাধ্য নয় তার প্রমাণ এই কয়েকজন । তাই তরুণ প্রজন্মের উদ্দেশ্যে বলতে চাই, চেষ্টা ছেড়োনা, অযথা জিনিস নিয়ে সময় নষ্ট করো না, পরিশ্রম কর । সফলতা আসবেই । বিস্তারিত এখানে দেখুন সূত্রঃ সুখবর২৪.কম ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.