আমাদের কথা খুঁজে নিন

   

কর্নেল রশীদ এখন কোথায়?

কিছুদিন আগেও লিবিয়ার রাজধানী ত্রিপোলি ও বেনগাজিতে বিদ্রোহীদের বিরুদ্ধে গাদ্দাফি বাহিনীর নেতৃত্বে থাকা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী সাজাপ্রাপ্ত ফাঁসির আসামি কর্নেল আবদুর রশীদ এখন কোথায়? রশীদ কি এখনো ত্রিপোলিতে? না কি সীমান্ত পেরিয়ে তিউনিশিয়ায় গাঢাকা দিয়েছেন? পাকিস্তান, ইরান বা ফিলিস্তিন পালিয়ে যেতে পারেন_ এমন কথাও শোনা যাচ্ছে। কর্নেল রশীদ গাদ্দাফির ঘনিষ্ঠ সহযোগী। প্রতিরক্ষা উপদেষ্টা। গাদ্দাফিপন্থি মিলিশিয়া বাহিনীর নেতৃস্থানীয় কর্মকর্তা। স্বৈরশাসক গাদ্দাফিকে রক্ষার চেষ্টায় মরিয়া হয়ে ওঠেন বঙ্গবন্ধুর এ ঘাতক।

আশির দশকে লিবিয়ার লৌহপুরুষ মুয়াম্মার গাদ্দাফি বাংলাদেশে রাজনৈতিক দলের ছদ্মাবরণে একটি জঙ্গি দল গঠন করিয়েছিলেন কর্নেল রশীদকে দিয়ে। এ জন্য কয়েক শ মিলিয়ন ডলার কবজা করেছিলেন রশীদ। বাংলাদেশের সন্ত্রাসী ও খুনিদের নিয়ে এই দল গঠনের উদ্দেশ্য ছিল রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা। লিবিয়ায় গাদ্দাফি সরকারের সশস্ত্র পৃষ্ঠপোষকতায় কর্নেল রশীদ-ফারুকরা ১৯৮৮ সালে গড়ে তুলেছিলেন 'ফ্রিডম পার্টি'। ১৯৮৮ সালের প্রহসনের নির্বাচনে কর্নেল রশীদ বিজয়ী হয়ে সংসদেও প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছিলেন।

শুধু তাই নয়, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির প্রহসনের নির্বাচনে জয়ী হয়েছিলেন কর্নেল রশীদ ও বঙ্গবন্ধুর আরেক খুনি কর্নেল ফারুক। বিমানবাহিনীর তৎকালীন প্রধান এয়ার ভাইস মার্শাল এমজি তোয়াবই মূলত বাংলাদেশ সরকারের পক্ষে ত্রিপোলিতে গিয়ে গাদ্দাফি সরকারের সঙ্গে কর্নেল রশীদদের সম্পর্ক গড়ে দেন। ১৯৭৬ সালে জিয়া সরকারের মন্ত্রী মেজর জেনারেল (অব.) নূরুল ইসলাম শিশু বেনগাজিতে গিয়ে কর্নেল রশীদের সে দেশে রাজনৈতিক আশ্রয়ের ব্যবস্থা করে দেন। লিবিয়ায় গাদ্দাফি সরকারের পতনের ফলে কর্নেল রশীদের কী হবে_ এমন প্রশ্ন তাড়া করছে রাজনৈতিক মহলে। এমনিতেই কর্নেল ফারুকসহ পাঁচ সহযোদ্ধাকে হারিয়ে কর্নেল রশীদ দিশাহারা।

গাদ্দাফির বিরুদ্ধে ন্যাটো বাহিনীর অভিযানে প্রথমে ভড়কে না গেলেও এখন গাদ্দাফির চূড়ান্ত পরাজয়ে বিপাকে পড়েছেন কর্নেল রশীদ। Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.