আমাদের কথা খুঁজে নিন

   

শ্রীমঙ্গলে মহা সমারোহের মধ্য দিয়ে উদ্যাপিত হলো ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী

আমি সততা ও স্বচ্ছতায় বিশ্বাস করি। ২২ আগষ্ট সোমবার শ্রীমঙ্গলে মহা সমারোহের মধ্য দিয়ে উদ্যাপিত হলো ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। শহরের হবিগঞ্জ রোডস্থ শ্রীশ্রী জগন্নাথ দেবের আখড়া প্রাঙ্গনে তিনদিন ব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্যে সোমবার সকালে শ্রীকৃষ্ণের প্রতিকৃতিসহ সংকীর্তন শোভাযাত্রায় প্রায় ১০ সহশ্রাধিক সনাতন ধর্মাবলম্বীরা অংশ নেয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্য মো. আব্দুস শহিদ এমপি বক্তব্য রাখেন। শোভাযাত্রায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব, ভাইস চেয়ারম্যান তফাজ্জুল হোসেন ফয়েজ, মহিলা ভাইস চেয়ারম্যান জয়শ্রী চৌধুরী শিখা, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকাশ কান্তি চৌধুরী, নবগঠিত বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক জহর তরফদার, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি শিক দ্বিপেন্দ্র ভট্টাচার্য, সাধারণ সম্পাদক প্রদীপ রায় মনা, জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সভাপতি দ্বিজেন্দ্র লাল রায়, যুগ্ম সম্পাদক সুজিত বৈদ্য ও শংকর বণিক প্রমুখ। এছাড়াও শোভাযাত্রায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সকল নেতৃবৃন্দসহ উপজেলার সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জন্মাষ্টমী উদ্যাপন উপল্েয তিনদিন ব্যাপী আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে গত রোববার সন্ধ্যায় ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ প্রতিষ্ঠা, গীতা পরায়ন, গীতা কীর্তন ও পূজা আরম্ব হয়। দ্বিতিয়দিন গতকাল সোমবার সকালে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব স্মরণে প্রতিটি দেবস্থলীতে ও সনাতন গৃহে শ্রীকৃষ্ণের আসন স্থাপন ও প্রতিটি দেবস্থলী থেকে মঙ্গলদ্বীপ এনে শ্রীশ্রী জগন্নাথ দেবের মন্দিরে স্থাপিত উৎসবদ্বীপ প্রজ্জলন, শ্রীকৃষ্ণের বিগ্রহ সহকারে সংকীর্তন শোভাযাত্রা, শিশুদের জন্য গীতার শ্লোক প্রতিযোগীতা, চিত্রাংকন প্রতিযোগীতা, পুরস্কার বিতরণ, ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার ভাগবত পাঠ, নন্দোৎসব ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তী হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.