আমাদের কথা খুঁজে নিন

   

টেকী হেল্প চাই : আমার উইন্ডোজ ওয়ার্ম এ আক্রান্ত হয়েছে (ভাইরাস)

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility সাহায্য করেন । যদিও কয়েকটা সমাধান পেয়েছি কিন্তু তা করতে রেজী: তে ইন হতে হবে, এই ভাইরাস তো রেজি:ই মুছে দিয়েছে. মানে কম্পিউটারে রান এ রেজএডিট লেখে ঢুকতে পারছি না, বলছে কোন রেজএডিট নামে কিছু নাই । বুঝতে পারছি না, ব্লক করেছে নাকি মুছে দিয়েছে । আর অনেক কম্পোনেন্ট ও সফটওয়্যার ব্লক বা মুছে দিয়েছে । skype extra manager নামে ভাইরাস টি ছিল ।

কিন্তু এটিই ক্ষতিকর যে, আমি কম্পিউটার সেইফমুডে লগইন করেও এন্টিভাইরাস কিংবা রেজি: অপেন, বা ম্যালওয়েরবাইট সফট ইনস্টল করতে পারছি না । এখন কি বাকি ডাটা আমার ব্যাক আপ নিয়ে কম্পিউটার ফ্রেশ সেটাপ দিতে হবে ? আর ডাটা গুলি যদি আমার পোর্টেবল হার্ড ডিস্কে ব্যাকআপ নেই, তাহলে কি সেই ভাইরাস সাথে সাথে আমার পোর্টেবল হার্ড ডিস্কেও প্রবেশ করবে ? করলে কি করণীয় ? ডাটা খুবুই জরুরী । আর আমার কম্পিউটারে ম্যালওয়্যারবাইটস, পাওয়ার বুস্ট, আর এভিজি ইনস্টলক করা ছিল । যা সবই ডিসএবল বা মুছে দিয়েছে এই ভাইরাস । আর এই আকাম আমার না, আমার ফাজিল ভাতিজীর ।

সাহায্য করেন আমি উইন্ডোজ ভিসতা ২ গিগাহা. ডুয়েল কোর র‍্যাম ২ গিগা ব্যবহার করি । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.