আমাদের কথা খুঁজে নিন

   

দায়ভার অর্থমন্ত্রীর ঘাড়ে চাপিয়ে যোগাযোগমন্ত্রী বললেন 'স্যরি'

দেশের সড়ক মহাসড়কের বেহাল দশার জন্য জনগণের কাছে দুঃখ প্রকাশ করলেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। তবে পদত্যাগের দাবি নাকচ করেছেন তিনি। সকালে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ সড়ক সরজমিন দেখতে যান তিনি। বেহাল সড়কের জন্য নিজের মন্ত্রণালয়ের দায়িত্বশীলতার কিছুটা অভাব ছিল বলে সাংবাদিকদের কাছে স্বীকার করেন তিনি। তবে মূল দায় আবারও দেন অর্থ মন্ত্রণালয়কে।

বললেন পর্যাপ্ত বরাদ্দ না পাওয়ার কথা। তিনি বলেন, অর্থের বিভাজন রয়েছে। সংস্কার কাজের অর্থ উন্নয়নের কাজে নেওয়া যায় না। এক্ষেত্রে আইনের সীমাবদ্ধতা রয়েছে। সেইসঙ্গে পানি জমে থাকার কারণেই মহাসড়ক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

পদত্যাগ করবেন কিনা জানতে চাইলে উল্টো সাংবাদিকদের এ প্রশ্নের যৌক্তিকতা জানতে চান আবুল হোসেন। তবে অর্থমন্ত্রীর পদত্যাগ চাইছেন কিনা জানতে চাইলে তা এড়িয়ে যান। জনগণের কাছে ক্ষমা চাইছেন কিনা প্রশ্ন করা হলে তিনি ‘সরি’ বলেন। এ সময় যোগাযোগমন্ত্রীর সঙ্গে সওজের প্রধান প্রকৌশলী আব্দুল কুদ্দুস, অতিরিক্ত প্রধান প্রকৌশলী আমিনুর রহমান লস্কর, ঢাকা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শাহাবুদ্দিন খান, গাজীপুর সওজের নির্বাহী প্রকৌশলী শেখ শফিকুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। link  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।