আমাদের কথা খুঁজে নিন

   

দায়ভার

সুখীমানুষ

এসো বৈশাখ এসো... আমার নব-বর্ষ হর্ষরাশি দিয়ে শুরু হয়না শুরু হয় বটমূলের রক্তের দায়ভারের পাষাণ বেদনায়। যারা তোমার আগমনীতে বোমা ফাটালো আমি আজও তাদেরকে জ্যান্ত পুতে ফেলতে পারিনি, আমার নতুন বছর শুরু হয় এই দায়ভারের পাষাণ বেদনায়। আজও টেলিভিশনে ঐসব বিজাতের ছবি দেখি তারা আজ গাড়ীতে আমার দেশের পতাকা লাগায়ে ঘুরে, কত বড় অস্পর্ধা!! আমার নতুন বছর শুরু হয় এই দায়ভারের পাষাণ বেদনায়। তোমার আগমনী আমাকে আবার মনে করিয়ে দেয় বীরেরা সব ঘুমায়ে গেছে এ দেশে! যুদ্ধাপরাধীদের বিচার করার মত বীরের জন্ম আমার দেশ-মাতা দিতে পারেনি আজও আমার নতুন বছর শুরু হয় এই দায়ভারের পাষাণ বেদনায়। এসো বৈশাখ এসো... এমন দমকা কাল বৈশাখী নিয়ে এসো যেন তোমার আচলে যারা রক্তের দাগ বসায়েছে তাদের রক্ত দিয়ে তোমার আগমনী গীত আমি লিখতে পারি। এমন পৌরষের উচ্ছল বান নিয়ে এসো যেন যুদ্ধাপরাধীদের বিচার করার মত পৌরষ-বীরের ঘুম ভাঙ্গে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।