আমাদের কথা খুঁজে নিন

   

প্রজন্মের দায়ভার

মহান মুক্তিযুদ্ধের সময় জীবন বাজী রেখে আমাদের একটি স্বাধীন দেশ উপহার দেয়া বীর সেনানীরা অনেকেই আজ দারিদ্র্যের সাথে সংগ্রাম করে হেরে যাওয়ার পথে। আমাদের চারপাশে অনেক মুক্তিযোদ্ধাই আছেন যারা অমানবিক কষ্টকর জীবনযাপন করছেন । আমরা আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা দিয়ে কি পারিনা তাদের বেচেঁ থাকার মৌলিক অধিকারের সামান্য দায় হলেও বহন করতে? এই দায় আমাদের সবার। এই দায় আমাদের প্রজন্মের। তাই “প্রজন্মের দায়ভার “ নামে একটি অরাজনৈতিক সংগঠন আত্মপ্রকাশ করেছে ১লা আগষ্ট ২০১১সাল থেকে।

এই সংগঠনের কাজ সারবছর দেশীয় সংস্কৃতি এবং মূল্যবোধে বিশ্বাসী , দেশপ্রেমিক আগ্রহী ব্যক্তিদের কাছ থেকে আর্থিক সহায়তাসহ বিভিন্ন সহায়তা সংগ্রহ করা । পযার্প্ত সহায়তা পাওয়া না গেলে নিজেদের পক্ষ থেকে যতটুকু পরিমান সম্ভব তা দিয়ে প্রতিবছর ১৬ই ডিসেম্বর দেশের প্রত্যন্ত অঞ্চলে মানবেতর জীবনযাপন করা এক জন বা দুইজন মুক্তিযোদ্ধাকে(মুক্তিযোদ্ধা শারীরিকভাবে অসমর্থ হলে তার পরিবারের কাউকে যার উপর ওই মুক্তিযোদ্ধা নির্ভর করতে পারবে তাকে) স্থায়ীভাবে স্বাবলম্বি করা । যাতে করে তাঁরা উৎপাদনশীলতার সাথে নিজেদের সম্পৃক্ত করতে পারে এবং ভবিষ্যতে তাদেঁর আর কারো সহায়তা নেবার প্রয়োজন না পড়ে । এই ক্ষেত্রে যেসব মুক্তিযোদ্ধার সন্তান শিক্ষিত নয় এবং সরকারী চাকরী পাবার সম্ভাবনা নেই তারা অগ্রাধিকার পাবেন। এছাড়াও এই সংগঠন থেকে আমরা বিভিন্ন সামাজিক সেবা মূলক কাজ করার চেষ্টা করছি।

২০১১ সালে ঈদ উল ফিতর আগ্রহী দেশী বিদেশী বন্ধুদের কাছ থেকে অনুদান সংগ্রহ করে ঢাকা রায়ের বাজার বস্তিতে একশত পঞ্চাশটি পরিবারের শিশুদের মাঝে ঈদবস্ত্র প্রদান করে ঈদের আনন্দ ভাগ করে নিয়েছি । সমমনা যে কেউ অংশগ্রহন করতে পারেন আমাদের এই প্রচেষ্টায়। আমরা জানি, ক্ষুদ্র বালুকনা এবং বিন্দু বিন্দু জল একদিন মহাদেশ এবং মহাসাগর গড়ে তোলে । ফেইস বুকে একটি গ্রুপ করা হয়েছে “প্রজন্মের দায়ভার “ নামে। আপনিও সদস্য হতে পারেন।

আপনার ক্ষুদ্র একটু দায় মোচনের চেষ্টা এনে দিতে কারো কারো জীবনের বেচেঁ থাকার নির্ভরতা। আসুন আমরা প্রজন্মের দায়ভার থেকে এগিয়ে আসি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.